‘আমারও একটু সেবা করুন’, রাত ২টোয় মহিলা কর্মীকে ডাক ইনচার্জের, শেষে কি না ফাঁড়িতেই এইসব…
Crime: পুলিশি অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন, রাত একটা-দুটোর সময় ফাঁড়ির ইনচার্জ তাঁকে ফোন করতেন। বিশেষ দরকার রয়েছে-এই অছিলায় ফাঁড়িতে ডাকতেন। বলতেন, "বাকিদের সেবা করো, আমারও একটু সেবা করো। কেবিনে এসে আমার সঙ্গে দেখা করো"।
ভোপাল: রক্ষকই যখন ভক্ষক! মহিলা কর্মীর উপরে কুনজর আরপিএফ ইনচার্জের, দিনের পর দিন চলে যৌন হেনস্থা। শেষে সহ্যের বাঁধ ভেঙে পুলিশের কাছে শ্লীলতাহানির অভিযোগ জানালেন নির্যাতিতা। তাঁর অভিযোগ, আরপিএফ ইনচার্জ কু-ইঙ্গিত করতেন। অনেক সময়ই কাজের অছিলায় শরীর স্পর্শ করার চেষ্টা করতেন। এমনকী, রাত একটা-দুটোর সময় ফোন করে তাঁর কেবিনে আসার কথাও বলতেন অভিযুক্ত আধিকারিক।
ঘটনাটি ঘটেছে মধ্য় প্রদেশের বুরহানপুর রেল স্টেশনে। সেখানের আরপিএফ পোস্ট ইনচার্জের বিরুদ্ধেই উঠেছে মারাত্মক অভিযোগ। এসি ওয়েটিং হল পরিচালনার দায়িত্বে থাকা এক মহিলা কর্মীকে তিনি একাধিকবার শ্লীলতাহানি করেছেন বলেই অভিযোগ।
পুলিশি অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন, রাত একটা-দুটোর সময় ফাঁড়ির ইনচার্জ তাঁকে ফোন করতেন। বিশেষ দরকার রয়েছে-এই অছিলায় ফাঁড়িতে ডাকতেন। বলতেন, “বাকিদের সেবা করো, আমারও একটু সেবা করো। কেবিনে এসে আমার সঙ্গে দেখা করো”। এমনকী, কয়েকবার লোকও পাঠিয়েছিলেন তাঁকে সঙ্গে করে ফাঁড়িতে নিয়ে যাওয়ার জন্য।
জিআরপি থানায় অভিযোগ জানানোর পরই ফাঁড়ির ইনচার্জ বলেন, “কে আপনাকে আমার কেবিনে আসতে বলেছে?”। এরপরেই নির্যাতিতা আরপিএফ ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে টিআই, রেলের এসপি, ডিএসপি এবং জিআরপি থানার ডিআরএম-এর কাছে লিখিত অভিযোগ করেছেন।
আরপিএফ ফাঁড়ির ইনচার্জ বলেন, “আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করেছেন, তা ভিত্তিহীন। রেলের একজন সরকারি চাকরিজীবী হওয়ায় এসি ওয়েটিং রুমে গিয়ে পরিদর্শনের পূর্ণ অধিকার রয়েছে আমার। আমি পরিদর্শন করতে যেতেই পারি।”
বর্তমানে বিষয়টি জিআরপি পুলিশের তদন্তাধীন রয়েছে।