Sunil Ambekar RSS: “সরাসরি ভোটের কাজে করে না আরএসএস, তবে…”
Sunil Ambekar RSS: এদিন, রাঁচিতে শেষ হল অখিল ভারতীয় প্রান্ত প্রচারক বৈঠক। এরপরই সাংবাদিক সম্মেলন করে, নির্বাচন, ধর্মান্তর, আরএসএস-এর ১০০ বছর পূর্তি থেকে জরুরি অবস্থা - বিভিন্ন বিষয়ে সংঘের অবস্থান স্পষ্ট করেন সুনীল আম্বেকর। তিনি জানান, সরাসরি ভোটের কাজে করে না আরএসএস।
রাঁচি: সরাসরি ভোটের কাজে করে না আরএসএস। তবে, জনমত জাগ্রত করে থাকে। আর এর জন্য লোকসভা নির্বাচন ২০২৪-এর আগে সংঘের স্বেচ্ছাসেবকরা ছোট ছোট সেমিনারের মাধ্যমে জনমত গঠনের কাজ করেছেন। রবিবার (১৪ জুলাই), এমনটাই জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বভারতীয় প্রচার প্রধান সুনীল আম্বেকর। জনগণ যে রায় দিয়েছে, সেই রায়কে সকলের সম্মান করা উচিত বলেও জানান তিনি। এদিন, রাঁচিতে শেষ হল অখিল ভারতীয় প্রান্ত প্রচারক বৈঠক। এরপরই সাংবাদিক সম্মেলন করে, নির্বাচন, ধর্মান্তর, আরএসএস-এর ১০০ বছর পূর্তি থেকে জরুরি অবস্থা – বিভিন্ন বিষয়ে সংঘের অবস্থান স্পষ্ট করেন সুনীল আম্বেকর।
তিনি জানান, সংঘের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। সারাদেশেই বিপুল সংখ্যায় সংঘে যোগ দিচ্ছে যুবশক্তি। ২০১২ সালে অনলাইনে যোগদানের ব্যবস্থা শুরু করেছিল আরএসএস। তাতে বিপুল সাফল্য মিলেছে। প্রতি বছর এক থেকে সোয়া এক লক্ষ মানুষ অনলাইনে সংঘের বিভিন্ন কাজে যোগ দিচ্ছেন। চলতি বছরে সারা দেশে মোট ৭২টি ক্লাসের আয়োজন করেছিল সংঘ, যাতে মোট ২০,৬১৫ জন প্রশিক্ষণ নিয়েছে।
২০২৫-এ আরএসএস-এর ১০০ বছর পূর্ণ হচ্ছে। ওই বছরের বিজয়াদশমীর মধ্যে গ্রামীণ এলাকার সমস্ত মণ্ডলে এবং শহরাঞ্চলের সমস্ত বসতিতে শাখা খোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে, জানিয়েছেন সুনীল আম্বেকর। এছাড়া, পুণ্যশ্লোক অহিল্যা দেবী হোলকরের ত্রিশতবর্ষ উপলক্ষ্যে সারা বছর ধরে সমাজে তাঁর বার্তা এবং তাঁর আদর্শ ছড়িয়ে দেবে সংঘ। গ্রামীণ এলাকার উন্নয়নের লক্ষ্যে গোসেবা ও গ্রামীণ উন্নয়নের সমন্বয়ে এক বিশেষ পরিকল্পনা করছে আরএসএস। মণিপুর-সহ দেশের সর্বত্র সংঘের স্বেচ্ছাসেবকরা সেবামূলক কাজ করে চলেছেন বলে দাবি করেন সুনীল আম্বেকর।
এছা়ড়া, ধর্মান্তর প্রসঙ্গে তিনি বলেছেন, প্রতারণা, বলপ্রয়োগ বা লোভের মাধ্যমে ধর্মান্তরিত করা উচিত নয়। এটা বন্ধের জন্য আইনও করা হয়েছে। সবাইকে সেই আইন মেনে চলতে হবে। জনসংখ্যার ভারসাম্যহীনতার বিষয়েও সমাজের উদ্বিগ্ন হওয়া উচিত এবং এই বিষয়ে পদক্ষেপ করা উচিত বলে জানিয়েছেন আরএসএস-এর প্রচার প্রধান। জরুরি অবস্থা জারি করা সংঘের মতে অন্যায় বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, “গণতন্ত্রে এমন ঘটনা ঘটতে পারে না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘও জরুরি অবস্থার বিরুদ্ধে সংগ্রাম করেছিল এবং শত শত সংঘ কর্মীকে হেনস্থা করা হয়েছিল।