
নয়াদিল্লি: বিজেপি কর্মীদের উল্লাস। গেরুয়া আবিরে পরস্পরকে রাঙিয়ে দেওয়া। ভোট গণনা শুরুর কয়েকঘণ্টা পর থেকেই এই চিত্র দেখা যাচ্ছে দিল্লিতে। গণনার ট্রেন্ড বলছে, ২৬ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফেরার পথে বিজেপি। আর দিল্লিতে ক্ষমতায় ফিরলে রাজধানী ও তার আশপাশের রাজ্যগুলিতে শুধু বিজেপির সরকার হবে।
২০১৪ সাল থেকে দিল্লিতে ক্ষমতায় ছিল আপ। আর বিজেপি দিল্লি থেকে ক্ষমতাচ্যুত হয়েছে ১৯৯৮ সালের ৩ ডিসেম্বর। তারপর আর রাজধানীতে ক্ষমতায় ফিরতে পারেনি। কিন্তু, দিল্লি যে রাজ্যগুলির সঙ্গে সীমান্ত ভাগ করে, সেই হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানে ক্ষমতায় রয়েছে বিজেপি। কোথাও একাধিকবার সরকার গঠন করেছে। কোথাও কংগ্রেসকে হারিয়ে ফের ক্ষমতায় এসেছে।
দেশের মধ্যে সবচেয়ে বেশি বিধানসভা ও লোকসভা আসন রয়েছে উত্তর প্রদেশে। আর এই রাজ্যে ২০১৭ সাল থেকে ক্ষমতায় রয়েছে বিজেপি। হরিয়ানায় বিজেপি ক্ষমতায় রয়েছে ২০১৪ সাল থেকে। ১৯৯৮ সাল রাজস্থানে একবার বিজেপি ক্ষমতায় থেকে। পরেরবার কংগ্রেস ক্ষমতায় থেকেছে। সেই ট্রেন্ড বজায় থেকেছে ২০২৩ সালের নির্বাচনেও। ২০২৩ সালের নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে রাজস্থানে ক্ষমতায় ফিরেছে বিজেপি।
সবমিলিয়ে দিল্লির সীমান্তবর্তী এই তিনটি রাজ্যে এখন বিজেপি সরকার রয়েছে। শুধু তাই নয়, দেশের কমপক্ষে ২০টি রাজ্যে হয় বিজেপি, নয়তো তাদের জোটসঙ্গী ক্ষমতায় রয়েছে। সেখানে ১৯৯৮ সাল থেকে দিল্লিতে তেমন ছাপ ফেলতে পারছিল না গেরুয়া শিবির। ২০১৫ সালের নির্বাচনে দিল্লিতে ৭০টি আসনের মধ্যে মাত্র ৩টি পায় বিজেপি। আর ২০২০ সালে তা বেড়ে হয় ৮। সেখানে ওই দুটি নির্বাচনে আপ যথাক্রমে ৬৭ ও ৬২টি আসন পেয়েছিল।
সেখানে থেকে এবার সরকার গড়ার পথে বিজেপি। ২৬ বছর পর ফের দিল্লির মসনদে বসতে চলেছে তারা। রাজনীতির কারবারিরা বলছেন, বিজেপি দিল্লিতে সরকার গড়লে জাতীয় রাজধানী ও তার আশপাশের রাজ্যগুলিতে তাদের ষোলকলা পূর্ণ হবে।