Rupee at All-Time Low: সর্বকালের সর্বনিম্ন স্তরে টাকার দাম!
Rupee at All-Time Low: টাকার দামে এই পতন, দেশিয় ইক্যুইটি মার্কেটে নেতিবাচক প্রবণতার প্রতিফলন বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। এছাড়া, বৈদেশিক লগ্নির পরিমাণ কমার প্রভাবও পড়েছে টাকার দরে।
মুম্বই: টাকার দামের ফের রেকর্ড পতন। সোমবার (২০ নভেম্বর), মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দাম সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমে এল। ৯ পয়সা কমে, এদিন বাজার বন্ধের সময় মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম দাঁড়াল ৮৩.৩৫ টাকা। টাকার দামে এই পতন, দেশিয় ইক্যুইটি মার্কেটে নেতিবাচক প্রবণতার প্রতিফলন বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। এছাড়া, বৈদেশিক লগ্নির পরিমাণ কমার প্রভাবও পড়েছে টাকার দরে।
এদিন বাজার খোলার সময় বৈদেশিক মুদ্রার বাজারে ভারতীয় টাকার দাম ছিল ১ ডলারের বিপরীতে ৮৩.২৫ টাকা। বাজার বন্ধের সময় সেই দাম ৯ পয়সা কমে ৮৩.৩৫ টাকা দাঁড়ায়। এর আগে কখনও ডলারের বিপরীতে টাকার এত কম দাম দেখা যায়নি। এর আগে, চলতি বছরের ১৩ নভেম্বর সর্বনিম্ন স্তরে নেমে দিয়েছিল টাকার দাম। ওই দিন বাজার বন্ধের সময় ডলারের বিপরীতে টাকার দাম ছিল ৮৩.৩৩ টাকা। এদিন তার থেকেও নেমে গিয়েছে টাকার দাম।
অন্যদিকে, শেয়ার মার্কেট সূচক সেনসেক্সও ১৩৯.৫৮ পয়েন্ট বা ০.২১ শতাংশ কমে ৬৫,৬৫৫.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। নিফটি-ও ৩৭.৮০ পয়েন্ট বা ০.১৯ শতাংশ কমে ১৯,৬৯৪.০০ পয়েন্টে নেমে গিয়েছে। স্টক এক্সচেঞ্জের দেওয়া তথ্য অনুসারে, গত শুক্রবার পুঁজি বাজারে বিদেশী লগ্নিকারীরা ৪৭৭.৭৬ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। গত সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রার তহবিল ৪৬২ মিলিয়ন ডলার কমে ৫৯০.৩২১ বিলিয়ন ডলার হয়েছে।