
নয়া দিল্লি: ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। আগামী ৪-৫ ডিসেম্বর ভারতে আসতে চলেছেন ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন সূত্রে এমনটাই খবর। ভারতের বিদেশ মন্ত্রকও এই খবরে শিলমোহর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে দেখা করবেন রুশ প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই রুশ প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছিলেন। পরে গত অগস্ট মাসে যখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মস্কো সফরে গিয়েছিলেন, তখন পুতিনের ভারত সফরের কথা ঘোষণা করা হয়। তবে তখন নির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা করা হয়নি। এরপরে চিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটেও দেখা হয়েছিল প্রধানমন্ত্রী মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সেই সময় পুতিনের লিম্যুজিনে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে, দীর্ঘক্ষণ তাদের মধ্যে আলোচনাও হয়। আজ ক্রেমলিন রুশ প্রেসিডেন্টের ভারতে আসার তারিখ ঘোষণা করল।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণ রক্ষা করতে আগামী ৪-৫ ডিসেম্বর ভারত সফরে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নয়া দিল্লিতে তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশেষ ভোজের আয়োজন করবেন।
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে দুই রাষ্ট্রনেতার। ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও তাদের কথা হবে। পাশাপাশি দুই দেশের আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক সামিটে।
প্রসঙ্গত, ভারতের রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে তীব্র আপত্তি আমেরিকার। রাশিয়াকে চাপে ফেলতেই ভারতের উপরে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, অতিরিক্ত শুল্ক চাপানোর পর ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে। যদিও ভারত সরকার এই বিষয়ে কোনও বিবৃতি দেয়নি। অন্যদিকে, রাশিয়া ও ভারত নিজেদের সম্পর্ক আরও মজবুত করার কথাই বলেছে।