নয়া দিল্লি: শুধু কোভ্যাক্সিন বা কোভিশিল্ড নয়, রাজধানীতে আগামিকাল থেকেই মিলবে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক-ভি (Sputnik-V)। দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে এই ভ্যাকসিন পাওয়া যাবে।
রিপোর্ট অনুযায়ী, রবিবারই স্পুটনিক-ভি-র ১,০০০ ডোজ় দিল্লির অ্যাপোলো হাসপাতালে পৌঁছেছে। এরমধ্যে ১৭৯ ডোজ় ডঃ রেড্ডিজ ল্যাবের কর্মীদের দেওয়া হবে। উল্লেখ্য, হায়দরাবাদের সংস্থা ডঃ রেড্ডিজ ল্যাবই রাশিয়ার সঙ্গে চুক্তি করে স্পুটনিক-ভি তৈরির বরাত পেয়েছে।
এর আগে ইতিমধ্যেই গত ১৭ মে থেকে হায়দরাবাদে ও ১৮ মে থেকে বিশাখাপত্তনমে স্পুটনিক-ভি-র প্রয়োগ শুরু হয়েছে। এ বার তা দিল্লির হাসপাতালেও মিলবে।
অন্যদিকে, গত ১০ জুনই কেন্দ্রের তরফে নতুন টিকাকরণ নীতি ঘোষণার সময়ই উপলব্ধ তিনটি করোনা টিকারই দাম বেঁধে দেওয়া হয়। বর্তমানে বেসরকারি হাসপাতালে স্পুটনিক-ভির প্রতি ডোজ়ের জন্য ১৪১০ টাকা খরচ হবে। তবে সরকারি হাসপাতালে এই ভ্যাকসিনের জন্য কোনও টাকা খরচ হবে না।
বর্তমানে রাশিয়া থেকে স্পুটনিক-ভি আমদানি করা হলেও আগামিদিনে ভারতেই স্পুটনিক-ভি ভ্যাকসিন তৈরি করবে ডঃ রে়ড্ডিজ ল্যাব। সেই সময় এই ভ্যাকসিনের দাম কিছুটা কমতে পারে বলেই মনে করা হচ্ছে।
৯৪.৩ শতাংশ কার্যকরী এই ভ্যাকসিন তৈরির অনুমতি পেয়েছে সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়াও। রাশিয়ার গামালিয়া রিসার্চ ইন্সটিটিউট অব এপিডোমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই ভ্যাকসিন তৈরি করবে।
আরও পড়ুন: করোনায় মৃতের নথিতে গরমিল মহারাষ্ট্রেও, লাখের গণ্ডি পার করল মৃতের সংখ্যা