India Pakistan Tensions: ‘সিন্ধু চুক্তি ততক্ষণ পর্যন্ত স্থগিত থাকবে, যতক্ষণ না…’, পাকিস্তানকে বড় বার্তা বিদেশমন্ত্রীর

S Jaishankar on Indus Treaty: তিনি জানিয়েছেন, 'কাশ্মীর নিয়ে আমরা তখনই আলোচনায় বসব, যখন সেই আলোচনার বিষয় হবে PoK। আর সিন্ধু জলবন্টন চুক্তি এখনও স্থগিত রয়েছে। আগামী দিনেও স্থগিত থাকবে। যতক্ষণ না তারা সীমান্তে সন্ত্রাসবাদকে উস্কানি দেওয়া বন্ধ করছে, ততক্ষণ এই চুক্তি স্থগিত রাখা হবে।'

India Pakistan Tensions: সিন্ধু চুক্তি ততক্ষণ পর্যন্ত স্থগিত থাকবে, যতক্ষণ না..., পাকিস্তানকে বড় বার্তা বিদেশমন্ত্রীর
বিদেশমন্ত্রী এস জয়শঙ্করImage Credit source: PTI

|

May 15, 2025 | 5:12 PM

নয়াদিল্লি: জল পেতে মানতে হবে শর্ত। বৃহস্পতিবার, পাকিস্তানকে সেটাই বুঝিয়ে দিলেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এদিন তিনি বলেন, ‘ভারত সিন্ধু জলবন্টন চুক্তি ততক্ষণ পর্যন্ত স্থগিত রাখবে, যতক্ষণ না পাকিস্তান সীমান্তে সন্ত্রাস বন্ধ করছে।’

সাংবাদিকদের কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ‘কাশ্মীর নিয়ে আমরা তখনই আলোচনায় বসব, যখন সেই আলোচনার বিষয় হবে PoK। আর সিন্ধু জলবন্টন চুক্তি এখনও স্থগিত রয়েছে। আগামী দিনেও স্থগিত থাকবে। যতক্ষণ না তারা সীমান্তে সন্ত্রাসবাদকে উস্কানি দেওয়া বন্ধ করছে, ততক্ষণ এই চুক্তি স্থগিত রাখা হবে।’

তাঁর সংযোজন, ‘পাকিস্তানের সঙ্গে এই সমস্যা আজকের নয়। তাই ওরা যতক্ষণ না পর্যন্ত ওদের সন্ত্রাসবাদের পরিকাঠামো ভাঙছে ততক্ষণ সমাধানের কোনও জায়গা নেই।’

উল্লেখ্য, ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির পর কাশ্মীর নিয়ে আলোচনার প্রসঙ্গ শোনা গিয়েছিল তাদের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসীফের মুখেও। তাঁর কথায়, ‘দুই প্রতিবেশী দেশের মধ্য়ে চলা বিবাদের মূল কেন্দ্র সন্ত্রাসবাদ, কাশ্মীর ও জল। তাই আমার মনে হয়, এই গুলো নিয়ে আলোচনা হওয়া উচিত।’

উল্লেখ্য, পাকিস্তান আলোচনার পথ খোলার চেষ্টা করলে নিজেদের অবস্থান স্পষ্ট করে নয়াদিল্লিও। সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণপর্বে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে সেটা একটা বিষয় নিয়েই হবে তা হল পাক অধিকৃত কাশ্মীর।’ এরপর এদিন বিদেশমন্ত্রীর মুখেও শোনা গেল সেই PoK প্রসঙ্গ।