Satish Kaushik Demise: ‘আমার স্বামীই হয়তো বিষ খাইয়েছেন সতীশ কৌশিককে’, পুলিশ কমিশনারকে বিস্ফোরক চিঠি ব্যবসায়ীর স্ত্রীর!
Satish Kaushik Death Reason: সানভীর দাবি, হোলির পরেরদিন মুম্বই থেকে দিল্লিতে এসে বিকাশের ফার্মহাউসেই উঠেছিলেন সতীশ কৌশিক। সেখানেই রাতে অসুস্থ হয়ে পড়ায়, তাঁর সন্দেহ তাঁর স্বামী বিকাশই হয়তো বিষ খাইয়ে দিয়েছিলেন সতীশ কৌশিককে।

মুম্বই: হার্ট অ্যাটাক নাকি অন্য কোনও কারণ? বলিউডের অভিনেতা-পরিচালক সতীশ কৌশিকের (Satish Kaushik) মৃত্যু ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। এবার সতীশ কৌশিকের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করলেন এক মহিলা। ব্য়বসায়ী ও কুবের গ্রুপের ডিরেক্টর বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রী সানভী মালু (Saanvi Malu) দাবি করলেন, তাঁর স্বামীই অভিনেতা সতীশ কৌশিককে খুন করেছেন। এই মর্মে তিনি ইতিমধ্যে দিল্লির পুলিশ কমিশনার(Delhi Police Commissioner)-কে চিঠি লিখেছেন। উল্লেখ্য, গত ৯ মার্চ মৃত্যু হয় বলিউড অভিনেতা সতীশ কৌশিকের। হোলির পরের দিন তিনি মধ্য রাতে অস্বস্তিবোধ করেন, তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মাঝ রাস্তাতেই তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃত্যুর দিন সতীশ কৌশিক দিল্লির যে ফার্মহাউসে (Farm House) ছিলেন, তা ব্য়বসায়ী বিকাশ মালুরই।
দিল্লির পুলিশ কমিশনারকে লেখা চিঠিতে সানভী মালু জানিয়েছেন, অভিনেতা সতীশ কৌশিক তাঁর স্বামী বিকাশ মালুকে ১৫ কোটি টাকা ধার দিয়েছিলেন। তাঁর স্বামী বিদেশে থাকায়, সেখানেও গিয়ে টাকা উদ্ধার করার চেষ্টা করেছিলেন সতীশ কৌশিক। এই নিয়ে তাদের মধ্যে তুমুল বচসাও হয়। শেষে বিকাশ প্রতিশ্রুতি দেন যে ভারতে ফিরে সতীশ কৌশিককে সমস্ত টাকা ফেরত দিয়ে দেবেন।
সানভীর দাবি, হোলির পরেরদিন মুম্বই থেকে দিল্লিতে এসে বিকাশের ফার্মহাউসেই উঠেছিলেন সতীশ কৌশিক। সেখানেই রাতে অসুস্থ হয়ে পড়ায়, তাঁর সন্দেহ তাঁর স্বামী বিকাশই হয়তো বিষ খাইয়ে দিয়েছিলেন সতীশ কৌশিককে। ধার নেওয়া ১৫ কোটি টাকা যাতে মেটাতে না হয়, তার জন্যই এই কাজ করেছে তাঁর স্বামী, এমনটাই দাবি করেছেন ব্যবসায়ীর স্ত্রী।
গতকালই পুলিশের তরফে জানানো হয়, সতীশ কৌশিক বিজওয়ানের যে ফার্মহাউসে উঠেছিলেন, সেখান থেকে সন্দেহজনক একটি ওষুধের প্যাকেট উদ্ধার করা হয়েছে। ওই ওষুধগুলি কীসের জন্য ব্যবহার করা হয়েছিল, তা জানা যায়নি এখনও।
তবে পুলিশ এখনও অবধি সতীশ কৌশিকের মৃত্য়ুকে অস্বাভাবিক মৃত্যুর তকমা দিতে নারাজ। অভিনেতার ময়নাতদন্তের রিপোর্টেও জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে প্রবীণ অভিনেতার। সতীশ কৌশিকের পরিবারের তরফেও খুনের অভিযোগ জানানো হয়নি।
