Salman Khan: ‘যদি সাহস থাকে….’ আবার লরেন্সের থেকে এল হুমকি, এবার কী করবেন সলমন?

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 08, 2024 | 10:43 AM

Salman Khan Threat: একের পর এক প্রাণনাশের হুমকি পেয়েই চলেছেন সলমন খান। এবারও হুমকি দিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। বৃহস্পতিবার মুম্বইয়ের ট্রাফিক কন্ট্রোল রুমে এই হুমকি বার্তা আসে।

Salman Khan: যদি সাহস থাকে.... আবার লরেন্সের থেকে এল হুমকি, এবার কী করবেন সলমন?
সলমন খান।
Image Credit source: Getty Image

Follow Us

মুম্বই: আবার হুমকি সলমন খান(Salman Khan)-কে। একের পর এক প্রাণনাশের হুমকি পেয়েই চলেছেন সলমন খান। এবারও হুমকি দিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। বৃহস্পতিবার মুম্বইয়ের ট্রাফিক কন্ট্রোল রুমে এই হুমকি বার্তা আসে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

বিগত কয়েক বছর ধরেই জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় রয়েছেন বলিউড অভিনেতা সলমন খান। ১৯৯৮ সালে রাজস্থানে সিনেমার শুটিং চলাকালীন চিঙ্কারা ও কৃষ্ণসার হরিণ শিকার করেই বিতর্কে জড়িয়েছিলেন সলমন। বিরল এই হরিণ শিকার করার অপরাধে জেলেও যেতে হয় তাঁকে। এদিকে, বিষ্ণোই সম্প্রদায়ের পূজিত এই হরিণ। সেই কারণেই সলমনকে নিশানা বানিয়েছে লরেন্স বিষ্ণোই।

জানা গিয়েছে, এবার একটি গান কেন্দ্র করেই হুমকি বার্তা এসেছে সলমনের নামে। এক গায়ক সলমন খান ও লরেন্স বিষ্ণোইকে নিয়ে গান তৈরি করেছেন। সেই গানের প্রতিবাদ করেই হুমকি পাঠানো হয়েছে। হুমকিতে বলা হয়েছে, এক মাসের মধ্যে ওই গীতিকারের চরম পরিণতি হবে। এমন অবস্থা করা হবে যে আর গান লেখার ক্ষমতা থাকবে না।

সরাসরি সলমন খানকে চ্যালেঞ্জ করে বলা হয়েছে, “যদি সলমন খানের সাহস থাকে, তবে এই গীতিকারকে বাঁচিয়ে দেখাক।”

অন্যদিকে, সলমন খানের পাশাপাশি এবার শাহরুখ খানও হুমকি পেয়েছেন। ৫০ লক্ষ টাকা দাবি করে মুম্বই পুলিশের কাছে হুমকি বার্তা এসেছে শাহরুখের নামে। পুলিশ ইতিমধ্যেই মোবাইল ট্রেস করে রায়পুরে এক আইনজীবীর কাছে পৌঁছলেও, ওই আইনজীবী জানিয়েছেন, দিনকয়েক আগেই তার মোবাইল চুরি হয়ে গিয়েছে।

Next Article
J&K Terrorist Attack: চোখ বাঁধা, গুলিতে ঝাঁঝরা শরীর, ২ ডিফেন্স গার্ডকে অপহরণ করে খুন করল জঙ্গিরা
Bangladesh Attack on Hindu: আর কত? চট্টগ্রামে হিন্দুদের উপরে হামলা নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা মোদী সরকারের