Salman Khan Death Threat: সলমনকে প্রাণে মারার হুমকি দিয়ে বিন্দাস সবজি বেচছিল! হিড়হিড় করে টেনে বের করল পুলিশ

ঈপ্সা চ্যাটার্জী |

Oct 24, 2024 | 10:04 AM

Salman Khan: ১৯৯৯ সালে হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিংয়ে রাজস্থান গিয়ে চিঙ্কারা ও কৃষ্ণসার মৃগ শিকার করেছিলেন সলমন খান। এই মামলায় তাঁকে জেলেও যেতে হয়। কৃষ্ণসারমৃগ বিষ্ণোই সম্প্রদায়ের পূজিত। বিষ্ণোইরা প্রাণী হত্যা করে না। হরিণ শিকারের কারণেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় সলমন খান।

Salman Khan Death Threat: সলমনকে প্রাণে মারার হুমকি দিয়ে বিন্দাস সবজি বেচছিল! হিড়হিড় করে টেনে বের করল পুলিশ
সলমন খানকে কে হুমকি দিয়েছিল?
Image Credit source: Getty Image

Follow Us

মুম্বই: গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কুনজরে সলমন খান। বলিউডের সুপারস্টারকে প্রাণে মারার হুমকি দিচ্ছে জেলবন্দি কুখ্য়াত গ্য়াংস্টার। সম্প্রতিই মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুনের পরও হুমকি দেওয়া হয়েছে যে সলমনের পাশে যে দাঁড়াবে, তাঁর পরিণতি এমনই ভয়ঙ্কর হবে। এই পরিস্থিতিতেই মুম্বই পুলিশের কাছেও মেসেজ এসেছিল সলমনকে প্রাণে মারার। বাঁচতে চাইলে ৫ কোটি টাকা দিতে হবে বলেও দাবি করা হয়েছিল। এবার সেই হুমকি পাঠানো ব্যক্তিকেই গ্রেফতার করল পুলিশ।

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, বলিউড অভিনেতা সলমন খানকে হুমকি পাঠানোর ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে তাঁকে গ্রেফতার করে মুম্বইয়ের ওরলি থানার পুলিশ। ওই ব্যক্তিই গত ১৮ অক্টোবর মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে হুমকি মেসেজ পাঠিয়েছিলেন। সলমন খানকে প্রাণে মারার হুমকি দিয়ে ৫ কোটি টাকা দাবি করেছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শেখ হোসেন মুসিন (২৪)। তাঁর বাড়ি জামশেদপুরে। সেখানে সবজি বিক্রি করে সে। সপ্তাহ খানেক আগে হুমকি মেসেজ পাওয়ার পরই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ। লোকেশন ট্রাক করে দেখা যায়, মেসেজটি ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে এসেছিল। এরপরই স্থানীয় পুলিশের সাহায্য চাওয়া হয়। জামশেদপুর পুলিশের সহায়তাতেই বুধবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজ তাঁকে মুম্বই আনা হতে পারে।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিংয়ে রাজস্থান গিয়ে চিঙ্কারা ও কৃষ্ণসার মৃগ শিকার করেছিলেন সলমন খান। এই মামলায় তাঁকে জেলেও যেতে হয়। কৃষ্ণসারমৃগ বিষ্ণোই সম্প্রদায়ের পূজিত। বিষ্ণোইরা প্রাণী হত্যা করে না। হরিণ শিকারের কারণেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় সলমন খান। গত জুলাই মাসে সলমনের বাড়ি, বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে দুই রাউন্ড গুলিও চলে। সম্প্রতি সলমনের কাছের মানুষ, এনসিপি নেতা বাবা সিদ্দিকিকেও গুলি করে খুন করে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্যরা।

Next Article