Children Adoption: সমকামী দম্পতিদের সন্তান দত্তক দেওয়ার অনুমতি শিশুদের জন্য বিপজ্জনক: এনসিপিসিআর

অনেক সমীক্ষাতেই দেখা গিয়েছে, সমকামী দম্পতি ভালো অভিভাবক হতে পারে আবার নাও পারে, যেমন বিষমকামী অভিভাবকেরা অনেক ক্ষেত্রে ভালো হয় আবার অনেকে হয় না।

Children Adoption: সমকামী দম্পতিদের সন্তান দত্তক দেওয়ার অনুমতি শিশুদের জন্য বিপজ্জনক: এনসিপিসিআর
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 7:48 PM

নয়া দিল্লি: সমকামী দম্পতিদের (Same sex couple) সন্তান দত্তক (Child Adoption) দেওয়ার অনুমতি আদতে শিশুদের জন্য বিপজ্জনক। এমনটাই জানিয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (NCPCR)। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে যখন সমকামী বিবাহের বৈধতা নিয়ে শুনানি চলছে, সমকামী বিবাহের বিরুদ্ধে যুক্তি দিয়েছে কেন্দ্র, তখন সমকামী দম্পতির শিশু দত্তক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন।

NCPCR-এর তরফে জানানো হয়েছে, হিন্দু বিবাহ আইন ও জুভেনাইল বিচারবিভাগীয় আইন সমকামী দম্পতিদের শিশু দত্তক নেওয়ার ব্যাপারে স্বীকৃতি দেয় না। এপ্রসঙ্গে উদহরণ স্বরূপ NCPCR-এর তরফে বলা হয়েছে, সিঙ্গল বাবার কন্যাশিশু দত্তক নেওয়ার ক্ষেত্রে যেমন অনুমতি দেওয়ায় বাধা রয়েছে, তেমনই সমকামী পুরুষ যুগলের কন্যা সন্তান দত্তকের অনুমতি দেওয়া জুভেনাইল আইন ২০১৫-র পরিপন্থী। সাম্প্রতিক এক সমীক্ষার উল্লেখ করে NCPCR-এর দাবি, সমকামী দম্পতিদের শিশু দত্তক দেওয়ার অনুমতি আদতে শিশুদের জন্য বিপজ্জনক। উল্টোদিকে, বিষমকামী দম্পতিদের সন্তান মানসিকভাবে অনেক বেশি স্থিতিশীল বলে সমীক্ষায় উঠে এসেছে।

এককভাবে বা সমকামী দম্পতির সন্তান দত্তক নিলে শিশুদের লড়াই মুখ্য হয়ে ওঠে এবং শিশুর প্রতি সেভাবে মনোযোগ দেওয়া হয় না বলেও NCPCR-এর দাবি। তাই শিশুদের সুরক্ষার দিকটি বিবেচনা করে এই বিষয়টি শীর্ষ আদালতের দেখা উচিত বলেও জানিয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। এছাড়া সমকামী অভিভাবকের কাছ থেকে শিশুরা লিঙ্গের ভূমিকা সম্পর্কে সম্যক ধারণা পায় না এবং শিশুদের কাছে লিঙ্গের ভূমিকা ও লিঙ্গ নির্ধারণের উপর প্রভাব ফেলে। যার ফলে শিশুর সামগ্রিক বিকাশও প্রভাবিত হয়।

উল্লেখ্য, সমকামী দম্পতিদের শিশু দত্তকের অধিকারের বিষয়ে দিল্লি শিশু অধিকার সুরক্ষা কমিশনও (DCPCR) পিটিশন দিয়েছে। যদিও দিল্লি শিশু অধিকার সুরক্ষা কমিশন এক পিটিশনে জানিয়েছে, অনেক সমীক্ষাতেই দেখা গিয়েছে, সমকামী দম্পতি ভাল অভিভাবক হতে পারে আবার নাও পারে, যেমন বিষমকামী অভিভাবকেরা অনেক ক্ষেত্রে ভাল হয় আবার অনেকে হয় না।