AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sanjay Raut: ‘সেই রাতেই আমি অমিত শাহকে ফোন করেছিলাম…’, চাঞ্চল্যকর দাবি সাংসদের

Sanjay Raut: মহারাষ্ট্রের জোট সরকার ফেলে দিতে চাইছে বিজেপি। এমনটাই দাবি করেছেন শিব সেনা সাংসদ সঞ্জয় রাউত।

Sanjay Raut: 'সেই রাতেই আমি অমিত শাহকে ফোন করেছিলাম...', চাঞ্চল্যকর দাবি সাংসদের
অমিত শাহ (ফাইল ছবি)
| Edited By: | Updated on: Feb 16, 2022 | 11:46 AM
Share

মুম্বই : শিব সেনার (Shiv Sen) সঙ্গে বিজেপির (BJP) সংঘাতের ছবি বারবার প্রকাশ্যে এসেছে। তবে, এবার বিস্ফোরক দাবি করেছেন শিব সেনা সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। তাঁর দাবি, মহারাষ্ট্রে শিব সেনা ও এনসিপি জোটের সরকারকে ফেলে দেওয়ার জন্য নাকি উঠে পড়ে লেগেছে কেন্দ্র। সরকার যাতে পড়ে যায় তার জন্য সঞ্জয় রাউতের সাহায্য চাওয়া হয়েছে বলেও দাবি সাংসদের। শুধু তাই নয়, তাঁর দাবি কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানো হচ্ছে সরকার ফেলে দেওয়ার জন্য। এমনকি তাঁর ঘনিষ্ঠ লোকজনের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলেও দাবি করেছেন সঞ্জয় রাউত। আর তারপরই তিনি ফোন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)।

এক সাংবাদিক বৈঠকে সঞ্জয় রাউত জানিয়েছেন, তাঁর ঘনিষ্ঠ কিছু লোকজনের বাড়িতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর তারপরই তিনি ফোন করেছিলেন অমিত শাহকে। সঞ্জয় রাউতের দাবি, যে সংস্থা আর্থিক দুর্নীতির তদন্ত করে, তারা তল্লাশি চালিয়েছে এমন কয়েকজনের বাড়িতে যাঁরা তাঁর মেয়ের বিয়ের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, তাঁর মেয়ের বিয়েতে যারা ফুল দিয়েছিল, যারা সাজানোর কাজ করেছিল তাঁদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এমনকি যাঁরা মেয়েকে সাজিয়েছেন, পোশাক বানিয়েছেন বাদ পড়েননি তাঁরাও।

সঞ্জয় রাউত আরও বলেন, ‘যে দিন আমার কাছের লোকজনকে নিশানা করা হয়েছে, সেই রাতেই আমি অমিত শাহকে ফোন করেছিলাম। বলেছিলাম, আমি আপনাকে সম্মান করি, আপনি একজন বড় নেতা, সর্বোপরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু, যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না।’ তিনি অমিত শাহকে বলেন, ‘আপনার যদি আমার সঙ্গে কোনও শত্রুতা থাকে তাহলে আমাকে নিশানা করুন, হেনস্থা করুন। আমার আত্মীয়- বন্ধুদের কেন নিশানা করছেন?’ তবে তিনি সাফ জানিয়েছেন, শিব সেনা, এনসিপি বা কংগ্রেস, কেউই বিজেপির এই কৌশলের কাছে মাথানত করবে না।

মঙ্গলবার মহারাষ্ট্রের দাদারে দলীয় কার্যলয়ে সাংবাদিক বৈঠক করেন সঞ্জয় রাউত। সেখানে তিনি জানান, কেন্দ্রের সংস্থাগুলি দলের নেতাদের ওপর চাপ সৃষ্টি করছে। বর্ষীয়ান এই সাংসদ জানিয়েছেন, দিন ২০ আগে তিনবার তাঁর সঙ্গে দেখা করেছেন বিজেপি নেতারা। তাঁকে এও বলা হয়েছে, বিজেপির কাছে আত্মসমর্পণ করতে হবে, নাহলে সরকার ফেলে দেওয়া হবে। এমনকি রাষ্ট্রপতি শাসন জারি করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

সাংসদের আরও দাবি, তাঁকে বলা হয়েছে সাহায্য না করলে কেন্দ্রীয় সংস্থা পদক্ষেপ করবে, যার জন্য ভবিষ্যতে পস্তাতে হবে তাঁকে। এমনকি শরদ পাওয়ারের বিরুদ্ধেও কেন্দ্রীয় সংস্থা পদক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Manish Tiwari on Leaving Congress: ‘যখন ওই জায়গায় পৌঁছব, তখন সেতু পার করব…’, কংগ্রেস ছাড়বেন মণীশ তিওয়ারিও?