Satta Sanmelan: ‘সেনা যে কোনও পরিস্থিতির জন্য তৈরি’, চিনের প্রসঙ্গে কেন এমন বললেন রাজনাথ? 

Rajnath Singh: চিনের সঙ্গে গত কয়েক বছর ধরে একাধিকবার সীমান্ত সমস্যা সামনে এসেছে। এমনকি দুই দেশের সেনার মধ্যে হাতাহাতি, মারামারিও হয়েছে। এর জেরে প্রাণ হারিয়েছেন দুই দেশেরই সেনা জওয়ান। যা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সীমান্তে শান্তি বজায় রাখতে চিনের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Satta Sanmelan: ‘সেনা যে কোনও পরিস্থিতির জন্য তৈরি’, চিনের প্রসঙ্গে কেন এমন বললেন রাজনাথ? 
রাজনাথ সিং

Feb 27, 2024 | 2:40 PM

নয়াদিল্লি: ভারত কারও সামনে মাথা নত করবে না। টিভি৯ নেটওয়ার্ক আয়োজিত সত্তা সম্মেলনে উপস্থিত হয়ে এমন কথা বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই সঙ্গে রাজনাথ জানিয়েছেন, ভারত এমন এক দেশ, যে কখনও কোনও দেশকে আক্রমণ করেনি। কারও এক ইঞ্চি জমি দখল করেনি। কিন্তু এই উদারতাকে দুর্বলতা ভাবলে তা ভুল হবে বলে জানিয়েছেন তিনি। এমনকি চিনের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে কথা চলছে বলেও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

চিনের সঙ্গে গত কয়েক বছর ধরে একাধিকবার সীমান্ত সমস্যা সামনে এসেছে। এমনকি দুই দেশের সেনার মধ্যে হাতাহাতি, মারামারিও হয়েছে। এর জেরে প্রাণ হারিয়েছেন দুই দেশেরই সেনা জওয়ান। যা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সীমান্তে শান্তি বজায় রাখতে চিনের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “চিনের সঙ্গে কথা বলছে। কিন্তু তাই বলে ভাববেন না ঝুঁকে পড়ে ভারত আলোচনা করছে। চিনও আলোচনা করতে চাইছে বলেই আলোচনা হচ্ছে। আমরা কাওর পিছনে পরে থেকে আলোচনা করতে যাইনি।” এর পরই রাজনাথ বলেছেন, “ভারত কোনও অবস্থাতেই মাথা নত করবে না। কোনও অবস্থাতেই দেশের মাথা আমরা নত হতে দেব না।”

শান্তির লক্ষ্যে আলোচনা করলেও ভারতীয় সেনা যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে তৈরি আছে, তাও জানিয়েছেন রাজনাথ সিং। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “ভারতের দিকে কুনজরে তাকালে পাল্টা জবাবের জন্য তৈরি থাকতে হবে। ভারত কোনও দেশকে কোনও দিন আক্রমণ করেনি। আমরা কাউকে আক্রমণ করব না। কিন্তু আমাদের আক্রমণ করলে, ছেড়ে কথা বলব না।” যে কোনও পরিস্থিতির জন্য সেনা তৈরি বলেও জানিয়েছেন। এ বিষয়ে বলেছেন, “ভারত যে কোনও অবস্থার জন্য তৈরি। দেশকে সুরক্ষিত রাখতে আমাদের সেনা সব সময় প্রস্তুত।” এর পাশাপাশি সীমান্তে বিভিন্ন উন্নয়ন কাজ এবং পরিকাঠামোগত উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেছেন, “আগে সীমান্তের গ্রামকে দেশের শেষ প্রান্ত হিসাবে ধরা হত। এবং তা অবহেলিত হত। মোদী সরকারের আমলে দেশের সীমান্তের গ্রামকে দেশের প্রথম গ্রাম হিসাবে গণ্য করা হয়, শেষ গ্রাম নয়।”