অগস্টেও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা রাখা আছে বলে হুমকি আসে। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন আল কায়দা বিমানবন্দরে হামলা চালাতে পারে বলে গোপন সূত্রে খবর পায় দিল্লি পুলিশ। তাই আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হয়। তবে সে বার অনেক তল্লাশির পরেও বোমা পাওয়া যায়নি।
Follow Us:
আজ ৯/১১ তথা আমেরিকার টুইন টাওয়ারে ভয়াবহ হামকার বর্ষপূর্তি। আর তার ঠিক আগেই রাজধানীতে এল হুমকি ফোন। বলা হলন, একেবারে ৯/১১ হামলার কায়দায় উড়িয়ে দেওয়া হবে এয়ার ইন্ডিয়ার বিমান। সেই হুমকি ফোনের কথা প্রকাশ্যে আসতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।
পাশাপাশি, রাজধানীর অন্যান্য জায়গাতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, দিল্লির রাহোলা থানায় সেই হুমকি ফোন আসে গত বৃহস্পতিবার রাতে। ওই ফোনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি দাবি করে যে ৯/১১-কায়দায় লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এই খবর পেয়েই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
শুক্রবার থেকেই দিল্লি এয়ারপোর্টে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরের দিকে যে সব গাড়ি যাচ্ছে, সেগুলি সব চেক করা হচ্ছে। টুইট করে এই নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন দক্ষিণ-পশ্চিম দিল্লির ডিসিপি প্রতাপ সিং।
তিনি জানিয়েছেন, যদি কেউ দিল্লি বিমানবন্দর থেকে বিমান ধরতে চান, তাহলে যাতে হাতে অনেকটা সময় রেখে তবে বেরনো হয়।
অগস্টেও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা রাখা আছে বলে হুমকি আসে। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন আল কায়দা বিমানবন্দরে হামলা চালাতে পারে বলে গোপন সূত্রে খবর পায় দিল্লি পুলিশ। তাই আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হয়। তবে সে বার অনেক তল্লাশির পরেও বোমা পাওয়া যায়নি।