নয়া দিল্লি: বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন নির্মাতা সংস্থা সেরাম (Serum) করোনা প্রতিষেধক নিয়ে চুক্তি করতে চলেছে কেন্দ্রের সঙ্গে। এমনই তথ্য সামনে এসেছে দেশের এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। খুব তাড়াতাড়িই নাকি এই চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে কেন্দ্র ও সেরামের মধ্যে। চুক্তির মাধ্যমে বড় পরিমাণে করোনা প্রতিষেধক নিতে পারে সরকার। যেখানে প্রতি ডোজ়ের দাম হতে পারে ২৫০ টাকা।
সোমবারই দেশে অনুমোদন চেয়ে আবেদন করেছে সেরাম। সেরাম এ দেশে অক্সফোর্ড ও অ্যাস্ট্রেজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনা প্রতিষেধক কোভিশিল্ডের জন্য আবেদন করেছে। সেরাম কর্তা আদর পুনাওয়ালা আগে জানিয়ে ছিলেন বেসরকারি ভাবে ভারতের বাজারে ভ্যাকসিনের দাম হতে পারে ১,০০০ টাকা। কিন্তু সরকারি চুক্তির মাধ্যমে সেই দাম কমে যেতে পারে অনেকটাই।
আরও পড়ুন: কৃষক আন্দোলনে সমর্থন করায় গৃহবন্দি কেজরীবাল! আম আদমি পার্টির অভিযোগ ওড়াল দিল্লি পুলিস
যদিও এ বিষয়ে এখনও কিছু জানাননি সেরাম (Serum) কর্তা। তবে আদর পুনাওয়ালা এ বিষয় নিশ্চিত করেছেন যে অন্যান্য দেশের আগে ভ্যাকসিন পাবে ভারত। দেশে এখনও পর্যন্ত করোনা প্রতিষেধকের অনুমোদন চেয়ে আবেদন করেছে তিনটি সংস্থা। ফাইজ়ার, কোভ্যাকসিন ও কোভিশিল্ডের অনুমোদন এখন বিবেচনাধীন। সেখানে সরকার যদি সেরামের সঙ্গে এই চুক্তি নিয়ে এগোয় তাহলে বিশেষজ্ঞদের মত অনুযায়ী নিঃসন্দেহে আগে অনুমোদন পাবে কোভিশিল্ড।