NIA Raid: দেশের ৫১ জায়গায় তল্লাশিতে উদ্ধার বিপুল অস্ত্রশস্ত্র, খালিস্তানি যোগের প্রমাণও হাতে পেল NIA

Khalistani Link: গ্যাংস্টারদের সঙ্গে খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিদের অপরাধমূলক যোগের সূত্র ধরেই গতকাল পঞ্জাব, হরিয়ানা, দিল্লি-এনসিআর, রাজস্থান, উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশে তল্লাশি অভিযান চালায় এনআইএ।

NIA Raid: দেশের ৫১ জায়গায় তল্লাশিতে উদ্ধার বিপুল অস্ত্রশস্ত্র, খালিস্তানি যোগের প্রমাণও হাতে পেল NIA
হরিয়ানায় এনআইএ-র তল্লাশি অভিযান।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 6:38 AM

নয়া দিল্লি: খালিস্তানি যোগ খুঁজতে দেশজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency)। বুধবার পঞ্জাব, উত্তর প্রদেশ, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, উত্তরাখণ্ড সহ একাধিক রাজ্য়ের ৫১টি জায়গায় তল্লাশি চালায় এনআইএ। ওই অভিযানে আটক করা হয়েছে একাধিক ব্য়ক্তিকে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রও (Arms)। জানা গিয়েছে, মূলত পাকিস্তান (Pakistan) ও কানাডা (Canada) থেকেই খালিস্তানি নেটওয়ার্ক পরিচালিত হত। ভারতে সন্ত্রাসমূলক কার্যকলাপে আর্থিক মদত দিত এই খালিস্তানি সংগঠনগুলি (Khalistani Organization)।

খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের মৃত্যু ঘিরে ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে চিড় ধরেছে। এরপরই খালিস্তানি সংগঠনগুলির বিরুদ্ধে অভিযানে নেমেছে কেন্দ্রীয় সংস্থাগুলি। গত সপ্তাহেই জানানো হয়, পলাতক খালিস্তানপন্থী নেতাদের ভারতে জমি বাজেয়াপ্ত করা হবে। এরপর বুধবার এনআইএ-ও তদন্তে নামল।

গ্যাংস্টারদের সঙ্গে খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গিদের অপরাধমূলক যোগের সূত্র ধরেই গতকাল পঞ্জাব, হরিয়ানা, দিল্লি-এনসিআর, রাজস্থান, উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশে তল্লাশি অভিযান চালায় এনআইএ। জানা গিয়েছে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং কানাডায় বসবাসকারী গ্য়াংস্টার অর্শদীপ দাল্লা পরিচালিত বিভিন্ন গ্যাংয়ের খোঁজেই তল্লাশি চালানো হচ্ছিল। তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। একইসঙ্গে বহু ডিজিটাল প্রমাণ পাওয়া গিয়েছে, যেখানে গ্যাংস্টারদের সঙ্গে খালিস্তানি যোগ স্পষ্ট।

এনআইএ সূত্রে খবর, পলাতক গ্যাংস্টার অর্শদীপ দাল্লা ও গৌরব পাতিয়ালের মতো ব্য়ক্তিরা বিদেশে বসবাস করলেও, এদের সঙ্গে খালিস্তানি জঙ্গিদের যোগাযোগ রয়েছে। দেশে সন্ত্রাসমূলক কার্যকলাপে আর্থিক মদত, অস্ত্র পাচার, খুন, তোলাবাজির মতো নানা সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে এরা সরাসরি যুক্ত। এছাড়াও কানাডায় বসবাসকারী লখবীর সিং, হরবিন্দর সিং রিন্দা, গুরপাতওয়ান্ত সিং পান্নুনের সহকারীদের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, গ্যাংস্টারদের সঙ্গে খালিস্তানপন্থীদের এক বিশাল সিন্ডিকেট রয়েছে। বর্তমানে তা দুবাই থেকেই পরিচালিত হচ্ছে। ইতিমধ্যেই লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার, বিক্রম ব্রার, নীরজ বাওয়ানা, দীলপ্রীত, সুখপ্রীত সহ একাধিক  গ্যাংস্টারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এনআইএ।