New Delhi Railway Station: ভিড়ের চাপে পদপিষ্ট, নয়াদিল্লি স্টেশনে মৃত ১৫, শোকপ্রকাশ মোদীর
New Delhi Railway Station: ঘটনায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে লিখেছেন, "নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্টের ঘটনায় গভীরভাবে ব্যথিত। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।"

নয়াদিল্লি: অত্যধিক ভিড়ের চাপে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১৫ জনের। মৃতদের মধ্যে ১০ জন মহিলা, ৩ জন শিশু ও ২ জন পুরুষ রয়েছেন। বেশ কয়েকজন আহতও হয়েছেন। লোকনায়ক জয়প্রকাশ (LNJP) হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক।
কুম্ভমেলা যাওয়ার জন্য শনিবার নয়াদিল্লি রেলস্টেশনে ভিড় উপচে পড়েছিল। তিল ধারণের জায়গা ছিল না। কুম্ভমেলা যাওয়ার দুটি ট্রেন দেরি করে বলে জানা গিয়েছে। ১৪ ও ১৫ নম্বরে অতিরিক্ত ভিড়ের চাপে দমবন্ধকর পরিস্থিতিতে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ১৪ নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ এক্সপ্রেস দাঁড়িয়েছিল। সেই প্ল্যাটফর্মে এমনিতেই ভিড় ছিল। এছাড়া স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস ও ভুবনেশ্বর-রাজধানী এক্সপ্রেস, এই দুটি ট্রেন দেরিতে চলছিল। এই দুটি ট্রেনও প্রয়াগরাজের উপর দিয়ে যায়। এই দুই ট্রেনের যাত্রীরাও ১২,১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। সেইসময়ই ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা ঘটে।
আহতদের দেখতে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে যান দিল্লির কেয়ারটেকার মুখ্যমন্ত্রী অতিশী। আহতদের সঙ্গে দেখা করার পর তিনি বলেন, “আমাদের দলের দুই বিধায়ক হাসপাতালে রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি, নিহতদের পরিবারের কোনওরকম সাহায্যের প্রয়োজন হলে যেন ওই দুই বিধায়ককে জানানো হয়।” এলএনজেপি হাসপাতালে যান দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনাও।
ঘটনায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে লিখেছেন, “নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্টের ঘটনায় গভীরভাবে ব্যথিত। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।” সরকারি আধিকারিকরা এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্য করছে বলে প্রধানমন্ত্রী জানান।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনায় শোকপ্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।
জানা গিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রামমনোহর লোহিয়া হাসপাতাল ও মৌলানা আজাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হবে।





