Eknath Shinde: পরিস্থিতির উন্নতি হচ্ছে না, এবার হাসপাতালে ভর্তি করতে হল শিবসেনা প্রধান একনাথ শিন্ডেকে
Eknath Shinde: গুরুতর অসুস্থ মহারাষ্ট্রের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এবার তাঁকে ভর্তি করানো হল হাসপাতালে।
গুরুতর অসুস্থ মহারাষ্ট্রের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এবার তাঁকে ভর্তি করানো হল হাসপাতালে। শারীরিক পরিস্থিতির অবনতি ঘটাতেই তাঁকে ভর্তি করানো হল হাসপাতালে।
গত কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন একনাথ। মহারাষ্ট্রের মসনদে কে বসবেন, তা নিয়ে দিল্লি থেকে শাহী বৈঠক সেরে ফিরেই নিজের গ্রামের বাড়ি সাতারায় চলে গিয়েছিলেন একনাথ শিন্ডে। সেখানেই গিয়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল জ্বর এবং গলার সংক্রমণে ভুগছিলেন একনাথ। শিবসেনা প্রধানের চিকিৎসার ব্যবস্থা করা হয় গ্রামের বাড়িতেই। চিকিৎসকেদের একটি মেডিকেল বোর্ড গঠন হয় সেখানে। কিন্তু পরিস্থিতির উন্নতি না ঘটায় এবার তাঁকে মুম্বইয়ের থানেতে একটি হাসপাতালে ভর্তি করানো হল।
হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। শিবসেনা সূত্রে খবর, শিন্ডের শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক নয়। রুটিন চেকআপের জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী। হাসপাতালের বাইরে শিন্ডে বলেন, “আমার শরীর ঠিক আছে।”
প্রসঙ্গত, দিল্লিতে বৈঠকের পরেই মহারাষ্ট্রে ফিরে সোজা সাতারায় নিজের গ্রামের বাড়িতে চলে যান একনাথ শিন্ডে। মনে করা হয়েছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে দিল্লিতে যে বৈঠক হয়েছিল তাতে ুব একটা খুশি নন শিন্ডে। তাই পরের দিন আবার বৈঠকের কথা থাকলেও তিনি চলে যান গ্রামের বাড়ি। বৈঠক ভেস্তে যায় সেই কারণেই।
এদিকে বিজেপি খানিকটা একতরফা ভাবেই জানিয়ে দেয়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠান হবে ৫ ডিসেম্বর, মুম্বইয়ের আজাদ ময়দানে। সেই মতোই মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে আজাদ ময়দানে। শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও।
যদিও মসনদে কে বসবেন তা এখনও ঘোষণা করেনি তিন দলের কেউই। তবে এনসিপি প্রধান অজিত পাওয়ার জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিজেপির কেউ হবেন। কে সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ ঠিক করবেন। উপমুখ্যমন্ত্রী থাকবেন দু’জন। একজন শিবসেনা থেকে, অন্যজন থাকবেন এনসিপি থেকে। এখন ৫ তারিখ মুখ্যমন্ত্রী পদে কে শপথ নেয় সেটাই দেখার। তা ছাড়া শপথগ্রহণ অনুষ্ঠানে একনাথ শিন্ডে থাকবেন কিনা সেটাও এখন প্রশ্নের মুখে?