AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সরকারের অন্যায় সহ্য করতে না পেরে’ আন্দোলনেই আত্মঘাতী শিখ সন্ত

চিঠিতে লিখেছেন, "সরকারের অন্যায়ের বিরুদ্ধে রাগ ও যন্ত্রণা " প্রদর্শনেই আত্মহত্যা করেছেন তিনি।

'সরকারের অন্যায় সহ্য করতে না পেরে' আন্দোলনেই আত্মঘাতী শিখ সন্ত
বাবা রাম সিং
| Updated on: Dec 16, 2020 | 9:04 PM
Share

নয়া দিল্লি: কৃষক আন্দোলনে (Farmer’s Protest) আত্মহত্যা করলেন শিখ সন্ত বাবা রাম সিং। তিনি সিঙ্ঘু সীমান্তে কৃষক আন্দোলনে যোগদান দিয়েছিলেন। চিঠিতে বাবা রাম সিং লিখেছেন, “সরকারের অন্যায়ের বিরুদ্ধে রাগ ও যন্ত্রণা” প্রদর্শনেই আত্মহত্যা করেছেন তিনি। গতকাল সন্ধ্যাতেই সিঙ্ঘু সীমান্ত থেকে ২ কিলোমিটার দূরে কুন্ডলির দিল্লি-সোনিপাট সীমান্তে পৌঁছে ছিলেন এই শিখ সন্ত।

৬৫ বছর বয়সী হরিয়ানার  শিখ সন্ত চিঠিতে লিখেছেন, “রাস্তায় আন্দোলনরত কৃষকদের অধিকার পাওয়ার জন্য যন্ত্রণা দেখলাম। সরকারের অন্যায়ে খুব দুঃখিত। অন্যায় করা যেমন অপরাধ, অন্যায় সহ্য করাও অপরাধ।” পুলিস জানিয়েছে, নিজেই নিজেকে গুলি করেছেন বাবা রাম সিং।

আরও পড়ুন: বিগুলের করুণ সুরে মুক্তিযোদ্ধাদের সম্মান জানালেন শেখ হাসিনা

সোনিপাটের ডেপুটি পুলিস কমিশনার জানিয়েছেন, পার্ক হাসপাতালে দ্রুত নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। কর্নালে তাঁর বাসভবনের উদ্দেশ্যে মৃতদেহ পাঠানো হয়েছে। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিগত ২০ দিনের বেশি সময় ধরে হাজার হাজার কৃষক আন্দোলনে বসেছেন। কিন্তু একাধিকবার বৈঠক হলেও কোনও রফাসূত্র মেলেনি। কৃষক নেতাদের দাবি এপর্যন্ত মোট ২০ জন আন্দোলনকারী প্রাণ হারিয়েছেন। যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য সারা দেশ জুড়ে ২০ ডিসেম্বর শ্রদ্ধাঞ্জলি দিবস পালনের কথাও জানিয়েছেন কৃষক নেতা।