বিগুলের করুণ সুরে মুক্তিযোদ্ধাদের সম্মান জানালেন শেখ হাসিনা
৪৯ বছর আগে ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল। ৯ মাস পর ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী। অবসান হয় পাক শাসনের।
সাভার: বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে স্মৃতিসৌধে মাল্যদান করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। বুধবার সকাল সাড়ে ৬ টার পর সাভারে পালিত হল শ্রদ্ধানুষ্ঠান। তবে এবার করোনা আবহে সশস্ত্র কুচকাওয়াজ হয়নি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও শ্রদ্ধা নিবেদন করেন স্মৃতিসৌধে। এছাড়াও বিভিন্ন পক্ষ থেকে একাধিক ব্যক্তি শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধাদের। শহিদ স্মরণে সশস্ত্র বাহিনীর চৌকস দল গার্ড অব অনার জানায়। বিগুলেও বাজানো হয় করুণ সুর। পাকিস্তানি অত্যাচারের প্রতিবাদে আজ থেকে ৪৯ বছর আগে ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল। ৯ মাস পর ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী। অবসান হয় পাক শাসনের। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়।
আরও পড়ুন: স্পেসেক্স মিশনে মহাকাশে পাড়ি দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত রাজা চারি
বিজয় দিবস পালিত হয় এপার বাংলায়ও। এদিন ফোর্ট উইলিয়ামে বিজয় স্মারকে সম্মান জ্ঞাপন করেন কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা বাহিনীর সদস্যরা ও সেনাবাহিনীর তরফে আসা সেনা কর্তারাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ভারতীয় সেনার প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী, প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা, পূর্বাঞ্চলীয় বায়ু সেনা প্রধান এয়ার মার্শাল অমিত দেবও সম্মান জানান মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে।