স্পেসেক্স মিশনে মহাকাশে পাড়ি দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত রাজা চারি

এটাই রাজা চারির প্রথম মহাকাশ অভিযান। এর আগে মার্কিন বায়ুসেনার হয়ে একাধিক অভিযানে সামিল হয়েছেন রাজা।

স্পেসেক্স মিশনে মহাকাশে পাড়ি দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত রাজা চারি
ছবি- টুইটার
Follow Us:
| Updated on: Dec 16, 2020 | 5:40 PM

ওয়াশিংটন: আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়ায় নাসার (NASA)স্পেসেক্স মিশনে কম্যান্ডার মনোনীত হলেন ভারতীয় বংশোদ্ভূত কর্নেল রাজা চারি। ৪৩ বছর বয়সী রাজা চারি বর্তমানে আমেরিকার বায়ুসেনায় কর্মরত। আগামী বছর ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও নাসার যৌথ উদ্যোগে এই মহাকাশ অভিযান হবে।

স্পেসেক্স মিশনে পাইলট স্থির হয়েছেন টম মার্সবার্ন। রাজা চারি ও মার্সবার্ন ছাড়াও এই অভিযানে থাকছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির মথিস মরার। চতূর্থ ব্যক্তির নাম এখনও ঘোষণা করেনি নাসা। সোমবার বিবৃতি দিয়ে নাসা জানিয়েছে, কয়েক দিন পর চতূর্থ অভিযানকারীর নাম জানানো হবে। অভিযানের অংশ হতে পেরে ইতিমধ্যেই উচ্ছ্বসিত রাজা চারি।

আরও পড়ুন: বেজিংয়েও পাড়ি দিচ্ছে ফাইজ়ার! আমেরিকা ও জার্মানির তৈরি করোনা প্রতিষেধক কিনছে চিনা সংস্থা

টুইট করে তিনি জানিয়েছেন, অভিযানের প্রস্তুতিতে মার্সবার্ন ও মরারের মতো সতীর্থদের পেয়ে তিনি ধন্য। এটাই রাজা চারির প্রথম মহাকাশ অভিযান। এর আগে মার্কিন বায়ুসেনার হয়ে একাধিক অভিযানে সামিল হয়েছেন রাজা। তিনি এপর্যন্ত মোট ২৫০০ ঘন্টা যুদ্ধবিমানে কাটিয়েছেন। এই মাসেই এর আগে আর্টেমিস দলে নির্বাচিত হয়েছেন রাজা চারি। অর্থাৎ তিনি এখন চন্দ্র অভিযানেরও যোগ্য।