Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Kamra-Shiv Sena: একটা শব্দ, নিমেষে সেট গুঁড়িয়ে দিল ‘সেনা’! ‘জোক’ মারতে গিয়ে জেলে যেতে হবে কুণাল কামরাকে?

Kunal Kamra Controversy: ক্ষুব্ধ শিবসেনার কর্মীরা প্রথমে স্টুডিয়ো এবং পরে কুণাল কামরা যে হোটেলে থাকছেন, সেই হোটেলে ভাঙচুর করে। কুণাল কামরার গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। খার পুলিশ স্টেশনে কুণাল কামরার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Kunal Kamra-Shiv Sena: একটা শব্দ, নিমেষে সেট গুঁড়িয়ে দিল 'সেনা'! 'জোক' মারতে গিয়ে জেলে যেতে হবে কুণাল কামরাকে?
কুণাল কামরার মন্তব্য ঘিরে বিতর্ক।Image Credit source: X
Follow Us:
| Updated on: Mar 24, 2025 | 11:40 AM

মুম্বই: ফের বিতর্কে কমেডিয়ান কুণাল কামরা। একটি স্ট্যান্ড-আপ কমেডি শো-তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করায় তাঁর উপরে খাপ্পা শিবসেনার কর্মী-সমর্থকরা। ভাঙচুর করা হল শুটিংয়ের সেট। কুণাল কামরা যে হোটেলে থাকছেন, সেখানেও ভাঙচুর চালায় শিবসেনার কর্মীরা। ইতিমধ্যেই কমেডিয়ানের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের হয়েছে।

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান উপমুখ্যমন্ত্রী এবং শিবসেনার প্রধান একনাথ শিন্ডেকেই নিশানা বানিয়েছিলেন কমেডিয়ান কুণাল কামরা। মুম্বইয়ের খারে একটি হোটেলে কমে়ডি শো ছিল কুণাল কামরা। সেখানে ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার গানের কলি বদলে তিনি গেয়েছিলেন, “মেরি নজর সে তুম দেখো তো গদ্দার নজর ভো আয়ে।”

ব্যস, এই মন্তব্যকে ঘিরেই তোলপাড় শুরু হয়ে যায়। ক্ষুব্ধ শিবসেনার কর্মীরা প্রথমে স্টুডিয়ো এবং পরে কুণাল কামরা যে হোটেলে থাকছেন, সেই হোটেলে ভাঙচুর করে। কুণাল কামরার গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। খার পুলিশ স্টেশনে কুণাল কামরার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

একদিকে যেখানে শিবসেন ক্ষুব্ধ, সেখানেই শিবসেনা (ইউবিটি)-র নেতা আদিত্য ঠাকরে এক্স হ্য়ান্ডেলে সেট ভাঙচুরের ভিডিয়ো পোস্ট করে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

প্রসঙ্গত, ২০২২ সালে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে শিবসেনা ভেঙে ৪০ জন বিধায়ক নিয়ে বেরিয়ে যান একনাথ শিন্ডে। পরে নিজের দল গড়েন, দাবি করেন তারাই আসল শিবসেনা। আদালত পর্যন্ত গড়ায় মামলা। শেষে আদালতও তাদেরই আসল শিবসেনার স্বীকৃতি দেয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনার প্রতিষ্ঠাতা বাল সাহেব ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরের শিবিরের নাম হয় শিব সেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)।