AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in WB: BLO-র কাছে এনুমারেশন ফর্ম তো জমা দিলেন, সেই ফর্ম আপলোড হয়েছে কি না, এভাবে দেখে নিন…

SIR Update: নিয়ম বলছে, এনুমারেশন ফর্ম সাবমিট করার পরই ভোটারদের মোবাইল নম্বরে চলে আসবে মেসেজ। তবে অনেকেরই ভোটার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক নেই। কিংবা অন্য কোনও কারণে যদি আপনার মোবাইলে মেসেজ না আসলে অনলাইনেই দেখে নিতে পারবেন যে আপনার এনুমারেশন ফর্ম জমা পড়েছে কি না।

SIR in WB: BLO-র কাছে এনুমারেশন ফর্ম তো জমা দিলেন, সেই ফর্ম আপলোড হয়েছে কি না, এভাবে দেখে নিন...
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Nov 23, 2025 | 8:58 AM
Share

নয়া দিল্লি: দেশজুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। পশ্চিমবঙ্গেও চলছে এসআইআর। ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম বিলির কাজ শেষ হয়ে গিয়েছে। বর্তমানে ভোটারদের ফিল আপ করা এনুমারেশন ফর্ম সংগ্রহ করছেন বিএলও-রা। সেই তথ্য আপলোড করা হচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। আপনার পূরণ করা এনুমারেশন ফর্ম ঠিকমতো জমা পড়েছে তো? ফর্ম জমা না পড়লে কিন্তু ভোটার খসড়া তালিকা থেকে বাদ পড়বে আপনার নাম। দেখবেন কী করে যে আপনার ফর্ম জমা পড়েছে কি না।

নিয়ম বলছে, এনুমারেশন ফর্ম সাবমিট করার পরই ভোটারদের মোবাইল নম্বরে চলে আসবে মেসেজ। তবে অনেকেরই ভোটার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক নেই। কিংবা অন্য কোনও কারণে যদি আপনার মোবাইলে মেসেজ না আসলে অনলাইনেই দেখে নিতে পারবেন যে আপনার এনুমারেশন ফর্ম জমা পড়েছে কি না।

কীভাবে দেখবেন ফর্ম জমা পড়েছে কি না?

  • প্রথমে  voters.eci.gov.in – ওয়েবসাইটে ক্লিক করতে হবে। 
  • এরপর হোমপেজে “ফিল এনুমারেশন ফর্ম” ক্লিক করতে হবে।
  • এবার যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • এরপরে লগ ইন করে মোবাইল নম্বর দিন এবং ওটিপি-র জন্য রিকোয়েস্ট পাঠান।
  • এর পরের ধাপে ফিল এনুমারেশন ফর্ম অপশনে ক্লিক করুন।
  • এবার নিজের এপিক নম্বর দিন।
  • সার্চ অপশনে ক্লিক করলেই ওয়েবসাইটে দেখা যাবে যে এনুমারেশন ফর্ম সাবমিট হয়েছে কি না। যদি ফর্ম সাবমিট হয়ে যায়, তাহলে মেসেজ দেখা যাবে “Your form has already been submitted with mobile number XXXX“।