অযোধ্যা: মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। পুণ্য অর্জনের জন্য সরযূ নদীতে (Saryu river) স্নান করতে নেমেছিল একই পরিবারের (Family) ৬ জন। আর সেটাই হল কাল। নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় ৬ জন। গুপ্তার ঘাটে এই ঘটনা ঘটেছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য। পুলিশ জানিয়েছে, ওই পরিবার আগ্রা থেকে এসেছিল।
ইতিমধ্যেই ৩ জনকে উদ্ধার করা গেলেও বাকি ৩ জন নিখোঁজ। জলে ডুবিরি নামিয়ে তল্লাশি চালাচ্ছ পুলিশ। উত্তরপ্রদেশর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার কথা শুনে পুলিশ কর্তাদের ঘটনাস্থলে যাওয়া নির্দেশ দেন। ঘটনাস্থলে পৌঁছে ফৈজাবাদের জেলাশাসক জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে দুজন শিশুও রয়েছে। তাদের বয়স ৪ ও ৭ বছর।
সরযূ নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা বেড়েই চলেছে। এই নিয়ে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। কিছুদিন আগেও সেলফি তোলার সময় চারজন যুবক নদীতে তলিয়ে গিয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের সতর্ক হতে বলা হয়েছে। তীব্র স্রোতের কারণেই নিখোঁজেরা তলিয়ে গিয়েছেন বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।
আরও পড়ুন: করোনাকালে মরুভূমির জাহাজে চেপে পড়ুয়াদের বাড়িতে শিক্ষক