Spice Jet flight: ধোঁয়ায় ভরে গেল ককপিট, কেবিন, জরুরি অবতরণ স্পাইস জেটের বিমানের

Spice Jet flight: ধোঁয়া দেখার পরই বিমান অবতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এক্সিট গেট দিয়ে বেরন যাত্রীরা।

Spice Jet flight: ধোঁয়ায় ভরে গেল ককপিট, কেবিন, জরুরি অবতরণ স্পাইস জেটের বিমানের
স্পাইস জেট
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2022 | 12:43 PM

হায়দরাবাদ: স্পাইস জেটের (Spice Jet) বিমানে ফের বিভ্রাট। গোয়া (Goa) থেকে আসা বিমান জরুরি অবতরণ করাতে হল হায়দরাবাদে। বুধবার রাতের ঘটনা। কেবিন ও ককপিটের ভিতরটা ধোঁয়ায় ভরে যায়। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। দ্রুত বিমাব অবতরণ করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যাত্রীরা সবাই সুরক্ষিত আছেন। তবে কী ভাবে বিমানের মধ্যে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখবে ডিজিসিএ।

ধোঁয়া দেখার পরই বিমান অবতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এক্সিট গেট দিয়ে বেরন যাত্রীরা। এক যাত্রীর পায়ে সামান্য আঘাত লাগে নামার সময়। আর কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হায়দরাবাদ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিমানে ৮৬ জন যাত্রী ছিলেন। স্পাইস জেটের ওই কিউ৪০০ বিমান জরুরি অবতরণ করানোর জন্য একাধিক বিমান নির্দিষ্ট সময়ে নামতে পারেনি ওই বিমানবন্দরে। বুধবার রাত ১১ টা নাগাদ বিমান অবতরণ করে। মোট ৯ টি বিমান ঘুরিয়ে দিতে হয়।

সম্প্রতি এরকম একাধিক ঘটনা ঘটেছে স্পাইসজেটের বিমানে। সেই কারণে এই সংস্থার ওপর নজরদারি বাড়িয়েছে ডিসিজিএ। ২৯ অক্টোবর পর্যন্ত এই সংস্থার ৫০ শতাংশ বিমান চালানোর কথা বলা হয়েছে।

সংস্থার মুখপাত্র জানান, রাতে গোয়া থেকে বিমানটি ওড়ে। বিমানে ওই ঘটনা ঘটার পর নিরাপদে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। বারবার স্পাইস জেটে নানা ধরনের বিভ্রাট সামনে আসায় গত ২৭ জুলাই ডিজিসিএ ৫০ শতাংশ বিমান ওড়ানোর নির্দেশ দিয়েছিল। প্রাথমিকভাবে ৮ সপ্তাহের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছিল। পরে তা বাড়িয়ে ২৯ অক্টোবর পর্যন্ত করা হয়।

কিছুদিন আগেই অন্ডালগামী একটি স্পাইস জেটের বিমান মাঝ আকাশে সমস্যা হয়েছিল। ইঞ্জিনে সমস্যা হওয়ায় বিমান চেন্নাই ফিরিয়ে নিয়ে যেতে হয়েছিল।