Air India Flight: ‘বিনা টিকিটে’ কেরল থেকে ২৮০০ কিমি পাড়ি, দুবাই বিমানবন্দরে ধরা পড়তেই ছড়াল চাঞ্চল্য
বিমানের ভিতর থেকে সাপ উদ্ধার হলেও যাত্রী বা ক্রু সদস্যদের কোনও ক্ষতি হয়নি, সকলে নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন ডিজিসিএ আধইকারিক।
নয়া দিল্লি: এয়ার ইন্ডিয়ার বিমানের ভিতরে সাপ। শুনতে অবিশ্বাস্য লাগলেও শনিবার এমনই ঘটনার সাক্ষী থাকল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী কার্গো বিমানের ভিতর থেকে উদ্ধার হল মস্ত একটি সাপ। এই ঘটনার বিমানের যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার B737-800 উড়ানটি কেরলের কালিকট বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। ডিরেক্টরের জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-র এক সিনিয়র আধিকারিক বলেন, “কার্গো বিমানটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই উড়ানের ভিতরে একটি সাপ দেখতে পাওয়া যায়। দুবাই বিমানবন্দরের দমকল বাহিনী খবরটি জানিয়েছে।” এই ঘটনায় কালিকট বিমানবন্দরের গ্রাউন্ড স্তরের কর্মীদের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হবে এবং কারও গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ করা হবে বলে DGCA আধিকারিক জানিয়েছেন।
অন্যদিকে, বিমানের ভিতর সাপ উদ্ধারের ঘটনার বিষয়ে কোন মন্তব্য করতে চাননি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র। B737-800 উড়ানটিতে কতজন যাত্রী ছিল, সে ব্যাপারেও স্পষ্ট করে তিনি কিছু জানাননি। তবে বিমানের ভিতর থেকে সাপ উদ্ধার হলেও যাত্রী বা ক্রু সদস্যদের কোনও ক্ষতি হয়নি, সকলে নিরাপদে রয়েছেন এবং সাপটি উদ্ধার করা হয়েছে বলে DGCA-র তরফে জানানো হয়েছে।