Lord Shiva: শিবের গলায় জ্যান্ত সাপ! গণেশ চতুর্থীর মণ্ডপে শুরু মহাদেবের আরাধনা

অন্ধ্র প্রদেশের ভিজিয়ানগরম জেলার বিনয়গড়ে ধুমধাম করে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। সেখানে একটি মণ্ডপে গণেশ চতুর্থীর আয়োজন করা হয়েছে। সেই মণ্ডপের সামনে রাখা হয়েছে শিব-পার্বতীর মূর্তি। ওই শিবের মূর্তির গলাতেই জড়িয়ে বসেছিল একটি জ্যান্ত সাপ।

Lord Shiva: শিবের গলায় জ্যান্ত সাপ! গণেশ চতুর্থীর মণ্ডপে শুরু মহাদেবের আরাধনা
শিবের মূর্তিতে জ্যান্ত সাপImage Credit source: TV9 Network
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2023 | 10:44 PM

বিশাখাপত্তনম: মহাদেবের মাথায় থাকে চাঁদ। গলায় জড়ানো থাকে সাপ। দেশে বিভিন্ন প্রান্তে যে সব শিবের মূর্তি রয়েছে, সেখানেও শিবের গলায় থাকে সাপ। কিন্তু শিবের মূর্তিতে মহাদেবের গলায় জ্যান্ত সাপ দেখেছেন কখনও? সম্প্রতি তা দেখা গেল অন্ধ্র প্রদেশের বিনয়গড়ে। সেখানে শিবের মূর্তির গলায় সাপের জড়িয়ে থাকার ভিডিয়ো এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তা দেখে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন।

অন্ধ্র প্রদেশের ভিজিয়ানগরম জেলার বিনয়গড়ে ধুমধাম করে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। সেখানে একটি মণ্ডপে গণেশ চতুর্থীর আয়োজন করা হয়েছে। সেই মণ্ডপের সামনে রাখা হয়েছে শিব-পার্বতীর মূর্তি। ওই শিবের মূর্তির গলাতেই জড়িয়ে বসেছিল একটি জ্যান্ত সাপ। গণেশ ঠাকুর দেখতে এসে অনেকের জ্যান্ত সাপ দেখতে পান। তখন তাঁরা বিষয়টি পুজো কমিটিকে জানান। এর পর পুজো উদ্যোক্তারা সাপ ধরার বিশেষজ্ঞকে ডেকে সেই সাপ উদ্ধার করেন।

এই ঘটনার পর থেকেই শিবের গলায় সাপ নিয়ে আলোচনা শুরু হয়। কোথা থেকে সেই সাপ এল তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এই ঘটনার পর ওই শিব-পার্বতীর মূর্তিকে বিশেষ ভাবে পুজোও করা হয়েছে। বিষয়টি নিয়ে ওই এলাকায় বেশ শোরগোল পড়েছে। এলাকাবাসী আরও বেশি করে ভিড় জমাচ্ছেন সেখানে।