পদ খুইয়ে বিদ্রোহের বিরুদ্ধে হুঙ্কার ‘শের কা বচ্চা’ চিরাগের

হুঁশিয়ারি দিয়ে চিরাগ বললেন, "আমি রামবিলাস পাসোয়ানের ছেলে। শের কা বচ্চা।"

পদ খুইয়ে বিদ্রোহের বিরুদ্ধে হুঙ্কার 'শের কা বচ্চা' চিরাগের
ছবি- পিটিআই
Follow Us:
| Updated on: Jun 16, 2021 | 5:16 PM

নয়া দিল্লি: কাকা-ভাইপোর ঝগড়া বিহারের (Bihar) লোক জনশক্তি পার্টিকে (LJP) দু’ভাগে ভাগ করে দিয়েছে। যেখানে একদিকে পুরো দল আর অন্যদিকে একা চিরাগ পাসোয়ান। কিন্তু একা হয়েও হুঙ্কার ছাড়লেন রামবিলাস পাসোয়ানের ছেলে। ৫ সাংসদ খুইয়ে সাংবাদিক বৈঠকে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে চিরাগ বললেন, “আমি রামবিলাস পাসোয়ানের ছেলে। শের কা বচ্চা।” কী করে ৫ সাংসদ দলের অন্য সর্বভারতীয় সভাপতি বেছে নিলেন? সেই পদক্ষেপের বিরুদ্ধেই আইনি লড়াইয়ে নামছেন চিরাগ পাসোয়ান।

বিহারে এলজেপির রাজনৈতিক ডামাডোল শুরু কয়েকদিন আগে। রাতারাতি এলজেপি পার্টির ৫ সাংসদ চিরাগ পাসোয়ানের নেতৃত্বকে অস্বীকার করেন। দলের নেতা বেছে নেন রামবিলাস পাসোয়ানের ভাই অর্থাৎ চিরাগের কাকা পশুপতি কুমার পরসকে। বিক্ষুব্ধ নেতাদের দাবি ছিল, ‘ওয়ান ম্যান, ওয়ান পোস্ট’ পলিসির ভিত্তিতে সরানো হয়েছে চিরাগকে। তিনি একাধারে ছিলেন এলজেপি-র সংসদীয় নেতা, সংসদীয় বোর্ড চেয়ারম্যান। তাই চিরাগের পরিবর্তে সূরয ভানকে বর্তমানে দলীয় প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। পরে নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়া হবে।

জানা যাচ্ছে, চলতি সপ্তাহের শেষে দলের দায়িত্ব পুরোপুরি ভাবে চিরাগের কাকা পশুপতি কুমার পরসের হাতে চলে যাবে। লোকসভায় চিরাগ পাসোয়ানের দল এলজেপির মোট ৬ জন সাংসদ। এর মধ্যে ৫ জনই দলের নেতা হিসেবে চান চিরাগের কাকা পশুপতি কুমার পরসকে। তাঁরা ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে তাঁদের ভিন্ন দল হিসেবে দেখতে আবেদন করেছেন। রামবিলাস পাসোয়ানের ছোট ভাইয়ের সঙ্গে চিরাগের আদায়-কাঁচকলায় সম্পর্ক। একই দলে থাকলেও কাকা-ভাইপোর মধ্যে কথাবার্তা কার্যত বন্ধ ছিল এতদিন। যা কথা হত সব চিঠির মাধ্যমে। সূত্র অনুযায়ী, তলে তলে ইতিমধ্যেই নীতীশ কুমারের সঙ্গে হাত মিলিয়েছেন পশুপতি, মন্ত্রীসভায় তাঁকে জায়গা করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

এই জল্পনাকে আরও উসকে দিয়েছে পশুপতি পরসের মন্তব্য। খোদ তিনিই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁর সমর্থন এনডিএ জোটে। এলজেপি পার্টিকে বাঁচাতেই ৫ সাংসদকে বুঝিয়ে চিড় সামলেছেন পশুপতি। এমনই দাবি তাঁর। গত বছর বিহার নির্বাচনের ঠিক আগে এনডিএ জোট থেকে বেরিয়ে এসে এককভাবে প্রার্থী দিয়েছিলেন চিরাগ পাসোয়ান। বছর ঘুরতে না ঘুরতেই তাঁর প্রতিশোধ নিল জেডিইউ। এমনটা মনে করেছেন রাজনৈতিক মহলের একাংশ। কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় চিরাগ। সাংবাদিক বৈঠকে সাফ জানিয়েছেন, লম্বা আইনি যুদ্ধের জন্যও প্রস্তুত তিনি।

আরও পড়ুন: জোর করে কোভিশিল্ড ডোজ়ের ব্যবধান বাড়িয়েছে কেন্দ্র? খোলসা করলেন স্বাস্থ্যমন্ত্রী