
নয়া দিল্লি: এশিয়া কাপ ২০২৫-র আগেই ভারতীয় ক্রিকেট টিমে ধাক্কা। স্পনসরশিপ থেকে সরে দাঁড়াচ্ছে ড্রিম ১১ প্ল্যাটফর্ম। এমনটাই সূত্রের খবর। ভারতীয় টিমের সবথেকে বড় স্পনসর ছিল এই ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম। হঠাৎ কেন এই সিদ্ধান্ত? ভারতীয় ক্রিকেট টিমের উপরই বা এর কী প্রভাব পড়বে?
জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট টিমের স্পনসরশিপ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ড্রিম ১১। বিসিসিআই ও ড্রিম ১১ সংস্থার তরফে এখনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, অনলাইন এই প্ল্যাটফর্মটি আর স্পনসরশিপ এগিয়ে নিয়ে যেতে চায় না। শোনা যাচ্ছে, আসন্ন এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট টিমের স্পনসর হিসাবে নাও থাকতে পারে ড্রিম ১১।
এর নেপথ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের কঠোর সিদ্ধান্ত। চলতি বাদল অধিবেশনেই সংসদে পাশ হয়েছে প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল ২০২৫। দেশে নিষিদ্ধ হতে চলেছে অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলি যেখানে আসল টাকার লেনদেন হত। ড্রিম ১১-ও এমনই একটি প্ল্যাটফর্ম। কেন্দ্রের সিদ্ধান্তে এবার তাদের বেটিংয়ের ব্যবসা গোটাতে হবে।
বিসিসিআই-র তরফে অফিসিয়াল কোনও বিবৃতি দেওয়া না হলেও, বিল পাশ হওয়ার পর শুক্রবারই বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানান যে বোর্ড দেশের আইন মেনেই চলবে। যদি অনুমতি না থাকে, তাহলে এমন কিছু করা হবে না।
জল্পনা শোনা যাচ্ছে, বিসিসিআই ভারতীয় ক্রিকেট টিমের জার্সি স্পনসরশিপের জন্য বিড ডাকতে পারে। যদি ৯ সেপ্টেম্বরের আগে লিড স্পনসর না পাওয়া যায়, তবে জার্সিতে কোনও স্পনসরের নাম ছাড়াই ২২ গজে নামবে।
প্রসঙ্গত, ২০২৩ সালে বিসিসিআই-র সঙ্গে হাত মেলায় ড্রিম ১১ গেমিং প্ল্যাটফর্ম। ৩৫৮ কোটি টাকার চুক্তি হয়। প্রতিটি হোম ম্যাচের জন্য ৩ কোটি টাকা এবং দেশের বাইরে ম্যাচের জন্য ১ কোটি টাকা করে চূড়ান্ত হয়।