Road accident: রাস্তায় আতশবাজি পোড়ানোই কাল হল, ধেয়ে এল গাড়ি…
Road accident: পুলিশ জানিয়েছে, গত ৩০ অক্টোবর দুর্ঘটনাটি ঘটেছে। দীপাবলিতে আতশবাজি পোড়াচ্ছিলেন সোহম। অনেকেই সঙ্গে ছিলেন। হঠাৎ আতশবাজি পোড়াতে মাঝরাস্তার দিকে চলে যান বছর পঁয়ত্রিশের ওই যুবক।

পুণে: রাস্তার উপর আতশবাজি পোড়ানোর সময় দ্রুতগতিতে আসা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম সোহম প্যাটেল। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দুর্ঘটনাটি ধরা পড়েছে। ঘাতক গাড়ির চালকের খোঁজ শুরু করেছে পুলিশ। দুর্ঘটনাটি ঘটেছে পুণেতে।
পুলিশ জানিয়েছে, গত ৩০ অক্টোবর দুর্ঘটনাটি ঘটেছে। দীপাবলিতে আতশবাজি পোড়াচ্ছিলেন সোহম। অনেকেই সঙ্গে ছিলেন। হঠাৎ আতশবাজি পোড়াতে মাঝরাস্তার দিকে চলে যান বছর পঁয়ত্রিশের ওই যুবক। সেইসময় দ্রুতগতিতে ধেয়ে আসে একটি গাড়ি। মুহূর্তে সব শেষ। গাড়ির ধাক্কায় কয়েক মিটার দূরে ছিটকে পড়েন সোহম। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি সেখানে দাঁড়ায়নি। গাড়িটি নিয়ে পালান চালক।
পুলিশ জানিয়েছে, এলাকার আরও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক গাড়িটির চালকের খোঁজ শুরু হয়েছে।
কয়েকমাস আগে পুণেতে পোর্শে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল ২ জনের। এক কিশোর পোর্শে গাড়িটি চালাচ্ছিল। কিশোরের অপরাধ ঢাকা দেওয়ার চেষ্টা হয়। যাকে ঘিরে চাপানউতোর তৈরি হয়। আবার গত ১১ অক্টোবর পুণেতেই একটি লাক্সারি গাড়ির ধাক্কায় এক মোটরবাইক চালকের মৃত্যু হয়।

