Terror Funding Case: উপত্যকায় সন্ত্রাসের বড় ছক! মিলল ৮৫ কোটির হাওয়ালার হদিস

Money Laundering: তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, উপত্যকায় সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্য বিভিন্ন পন্থায় ৮৫ কোটি টাকা তোলা হয়েছিল এবং তা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তছরুপ করা হয়েছিল। মনে করা হচ্ছে, এই টাকা জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদে মদত দেওয়ার জন্যই ব্যবহার করা হয়েছে।  

Terror Funding Case: উপত্যকায় সন্ত্রাসের বড় ছক! মিলল ৮৫ কোটির হাওয়ালার হদিস
চলছে তল্লাশি।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2023 | 6:57 AM

শ্রীনগর: উপত্যকায় বাড়ছে জঙ্গি গতিবিধি। একের পর এক হামলা যেমন হচ্ছে, তেমনই আবার প্রায় প্রতি সপ্তাহেই এনকাউন্টারে জঙ্গি নিকেশ করছে নিরাপত্তা বাহিনী। এবার জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir) মিলল বিশাল সন্ত্রাসবাদে মদত দেওয়ার র‌্যাকেটের খোঁজ। ৮৫ কোটি টাকার আর্থিক যোগ মিলেছে। পুরো টাকাটাই সন্ত্রাসবাদে মদত (Terror Funding) দেওয়ায় ব্যবহার হয়েছিল। তদন্তকারীদের র‌্যাডারে রয়েছেন একজন ব্যবসায়ী ও শীর্ষ পুলিশকর্তা। আধিকারিকদের দাবি, সাম্প্রতিক ইতিহাসে এটা সবথেকে বড় সন্ত্রাসবাদে আর্থিক মদতের মামলা হতে পারে।

জানা গিয়েছে, স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি বা এসআইএ গত বুধবার থেকে জম্মু-কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান শুরু করে। শুক্রবার অবধি সেই অভিযানেই ৮৫ কোটি টাকার বিশাল আর্থিক চক্রের খোঁজ মিলেছে। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, উপত্যকায় সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্য বিভিন্ন পন্থায় ৮৫ কোটি টাকা তোলা হয়েছিল এবং তা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তছরুপ করা হয়েছিল। মনে করা হচ্ছে, এই টাকা জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদে মদত দেওয়ার জন্যই ব্যবহার করা হয়েছে।

এসআইএ-র তরফে জানানো হয়েছে, তিনদিন ধরে চলা তল্লাশি অভিযানে বেশ কিছু ইলেকট্রনিক গ্য়াজেট সহ নানা তথ্য প্রমাণও হাতে এসেছে। গত অগস্ট মাসেই আর্থিক তছরুপ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল। তাতেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কীভাবে আর্থিক তছরুপ হয়েছে এবং কোন পথে হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।  এসআইএ-র র‌্যাডারে রয়েছেন একজন বড় ব্যবসায়ী ও পুলিশের এক শীর্ষ কর্তা।

সূত্রের খবর, এই আর্থিক তছরুপ ও সন্ত্রাসবাদে মদত দেওয়ার সঙ্গে দুবাই যোগ থাকতে পারে। তবে প্রয়োজনীয় তথ্য় প্রমাণ সংগ্রহের পরই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।