Indore Tragedy: ইনদওরের মন্দিরে কুয়োয় পড়ে মৃত বেড়ে ৩৫, হাসপাতালে ১৬

Ram Navami: বৃহস্পতিবার রামনবমীর পুজো দিতে গিয়েছিলেন ভক্তরা। সেই সময়ই কুয়োয় পড়ে যান বেশ কয়েকজন।

Indore Tragedy: ইনদওরের মন্দিরে কুয়োয় পড়ে মৃত বেড়ে ৩৫, হাসপাতালে ১৬
উদ্ধারকাজ চলছে। ছবি PTI
Follow Us:
| Edited By: | Updated on: Mar 31, 2023 | 11:31 AM

ইনদওর: ইনদওর দুর্ঘটনায় (Indore Tragedy) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫। মধ্য প্রদেশের বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে বৃহস্পতিবার রামনবমীর পুজো দিতে গিয়েছিলেন ভক্তরা। সেই সময়ই কুয়োয় পড়ে যান বেশ কয়েকজন। ঘটনার দিন ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও এখনও অবধি তা বেড়ে ৩৫ হয়েছে বলে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে। এই ঘটনায় আহতদের মধ্যে ১৬ জন হাসপাতালে ভর্তি। ২ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। একজন এখনও অবধি নিখোঁজ। ইনদওরের কালেক্টর ইলায়ারাজা টি জানান, ভয়াবহ এই দুর্ঘটনার পর সেনা, এনডিআরএফ ও এসডিআরএফ যৌথভাবে উদ্ধারকাজে নামে। যে কুয়োয় ওই পুণ্যার্থীরা পড়ে যান, জানা গিয়েছে, তার মাথায় একটি স্ল্যাব বসানো ছিল।

এমনও জানা গিয়েছে, এই কুয়ো দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় না। অনেকে তাই এই কুয়োর কথা জানেনও না। অনেকে ভুলেই গিয়েছেন, এখানে যে একটি কুয়ো আছে। এদিন সেটি ভেঙেই ঘটে বিপত্তি। সূত্রের খবর, এদিন পুজো উপলক্ষে বহু মানুষের ভিড় হয়েছিল ঝুলেলাল মন্দিরে। অতিরিক্ত জনসমাগমে পায়ের চাপে ওই স্ল্যাবটি ভেঙে যান। এরপরই একে একে কুয়োর ভিতর পড়তে থাকেন লোকজন। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়।

প্রায় ১৮ ঘণ্টা পার করে চলছে উদ্ধারকাজ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ উদ্ধার কাজে নামেন উদ্ধারকারীরা। এখনও সেখানে কাজ চলছে। জানা গিয়েছে, এই মন্দিরটি দেখভালের দায়িত্ব একটি প্রাইভেট ট্রাস্টের। ইনদওর ডিভিশনের কমিশনার পবন শর্মা বলেন, ৩৫টি দেহ এখনও অবধি তাঁরা উদ্ধার করেছেন। ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। ১৬ জন এরমধ্যে চিকিৎসাধীন। উদ্ধারকাজে নেমেছেন ১৪০ জনের দল। রয়েছেন ৭৫ জন সেনা জওয়ানও।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে লিখেছেন, শিবরাজ সিং চৌহানের সঙ্গে তাঁর কথা হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘটনায় তদন্তেরও নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।