AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Stray Dogs: দুই শিশুকে ছিঁড়ে খেল কুকুরের দল

পথকুকুরদের হামলায় মৃত্যু হয়েছে ৫ বছর ও ৭ বছর বয়সি দুই ভাইয়ের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Stray Dogs: দুই শিশুকে ছিঁড়ে খেল কুকুরের দল
পথ কুকুরদের হামলায় মৃত্যু দুই শিশুর।
| Edited By: | Updated on: Mar 13, 2023 | 12:07 AM
Share

নয়া দিল্লি: ফের পথকুকুরদের (Stray Dogs) হামলার মুখে শিশু। একেবারে দুই শিশুকে কামড়ে, ছিঁড়ে খেল পথকুকুরেরা। এবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিল্লিতে (Delhi)। পথকুকুরদের হামলায় মৃত্যু হয়েছে ৫ বছর ও ৭ বছর বয়সি দুই ভাইয়ের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পুলিশ জানায়, মৃত দুই শিশুর নাম আনন্দ (৭) এবং আদিত্য (৫)। দিল্লির বসন্ত কুঞ্জ সিন্ধি বস্তি এলাকার বাসিন্দা এই দুই শিশুর মধ্যে আনন্দ গত দুদিন ধরে নিখোঁজ ছিল। রবিবার জঙ্গল সংলগ্ন এলাকা থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। আর কুকুরদের মুখ থেকে আদিত্যকে দু-দিন আগে উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি।

মৃত শিশুদের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল বসন্ত কুঞ্জের সিন্ধি বস্তি এলাকার বাসিন্দা আনন্দ। গত দু-দিন খোঁজাখুঁজির পর এদিন জঙ্গল সংলগ্ন এলাকা থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিশের স্টেশন হাউস অফিসার বলেন, “ভাইকে খুঁজতে গত শুক্রবার মায়ের সঙ্গে বেড়িয়েছিল আনন্দ। তারপর সে নিখোঁজ হয়ে যায়। দু-ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর এদিন দুপুর ৩টে নাগাদ আমরা জঙ্গল সংলগ্ন একটি ফাঁকা এলাকায় দেওয়ালের পাশে শিশুটির দেহ পড়ে থাকতে দেখতে পাই। তার দেহে একাধিক ক্ষতচিহ্ন ছিল। ক্ষতগুলি কোনও পশুর দ্বারাই হয়েছে বলে একপ্রকার স্পষ্ট। ঘটনার তদন্তে দেহটি সফদরজং হাসপাতালের ময়নাতদন্তে পাঠানো হয়েছে।” সাধারণত, ওই এলাকায় অন্য কোনও বন্য পশু নেই। ফলে কুকুরের আক্রমণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

এর আগে গত শুক্রবার সকাল ৮টা নাগাদ ওই একই এলাকা থেকে পথকুকুরদের হামলায় ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয়েছিল আনন্দের ছোট ভাই আদিত্য। ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় পুলিশ আধিকারিক জানান, আদিত্য তার তুতো ভাই চন্দনের সঙ্গে ওই জঙ্গল এলাকায় প্রস্রাব করতে গিয়েছিল। আদিত্যের থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল চন্দন। কিছুক্ষণ পর আদিত্য যেখানে ছিল সেখানে চন্দন ফিরে আসে এবং দেখে আদিত্যকে কতগুলি পথপুকুর ঘিরে ধরেছে। পথকুকুরদের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে পড়েছে আদিত্য। তারপর তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে কুকুরদের মুখ থেকে আদিত্যকে উদ্ধার করেন। কিন্তু, হাসপাতালে পাঠানো হলেও ছোট্ট আদিত্যকে বাঁচানো যায়নি। ফলে আদিত্যর মতো আনন্দও কুকুরদের হামলারই শিকার হয়েছে বলে পুলিশের অনুমান। তবে শুয়োর ও ছাগলও ওই এলাকায় রয়েছে। তাই ঘটনার তদন্তে FSL ও অপরাধ দমন টিম পাঠানো হচ্ছে বলে পুলিশ আধিকারিক জানিয়েছেন।

বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?