১০ লক্ষ পর্যন্ত শিক্ষা ঋণ মিলবে কম সুদে, ভর্তুকিও দেবে সরকার, কীভাবে পাবেন

Education Loan: যে কোনও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে এই ঋণ নিতে পারবেন পড়ুয়ারা। এই স্কিমের মাধ্যমে ঋণ নিতে গেলে কোনও গ্যারান্টারের প্রয়োজন হবে না।

১০ লক্ষ পর্যন্ত শিক্ষা ঋণ মিলবে কম সুদে, ভর্তুকিও দেবে সরকার, কীভাবে পাবেন
ফাইল ছবিImage Credit source: Getty Image
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2024 | 5:40 PM

নয়া দিল্লি: ছেলেমেয়েকে পড়াশোনা করিয়ে মানুষ করার ভাবনা থাকে বাবা-মায়ের। সন্তানদেরকে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য খরচও হয় অনেক। বিশেষত বেসরকারি প্রতিষ্ঠানের খরচ এতটাই বেশি যে মেধা থাকলেও অনেকের সাধ্যের মধ্যে থাকে না উচ্চশিক্ষা। সেই সব পড়ুয়াদের জন্য এবার বিশেষ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করল মোদী সরকার।

কোনও গ্যারান্টার ছাড়াই পাওয়া যাবে ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ। ‘প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী প্রকল্প’ নামে এমনই একটি প্রকল্প শুরু করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বৈঠকে এই যোজনার অনুমোদন দেওয়া হয়েছে।

এই যোজনার অধীনে, সেই সব পড়ুয়াদের শিক্ষা ঋণ দেওয়া হবে, যাদের বার্ষিক পারিবারিক আয় ৮ লক্ষ টাকার কম। শিক্ষা ঋণ দেওয়া হবে ১০ লক্ষ টাকা পর্যন্ত। মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি আরও জানিয়েছেন, এই ঋণে ৩ শতাংশ সুদে ভর্তুকি দেবে বলে সরকার।

যে কোনও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে এই ঋণ নিতে পারবেন পড়ুয়ারা। এই স্কিমের মাধ্যমে ঋণ নিতে গেলে কোনও গ্যারান্টারের প্রয়োজন হবে না।

প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনায় ঋণ কারা পাবেন?

সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য এই ঋণ দেওয়া হবে। এছাড়া পড়ুয়া যে প্রতিষ্ঠানে ভর্তি হবেন, তার NIRF র‌্যাঙ্কিং সর্বভারতীয় স্তরে ১০০-র মধ্যে হতে হবে।

শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা বা তার কম হওয়া উচিত।

প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনার আওতায় প্রতি বছর ১ লক্ষ ছাত্রকে ঋণ দেওয়া হবে।

সাড়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত ঋণের জন্য ৭৫ শতাংশ ক্রেডিট গ্যারান্টি দেবে কেন্দ্রীয় সরকার।

কীভাবে আবেদন করবেন?

প্রধানমন্ত্রী বিদ্যালক্ষ্মী যোজনার জন্য অনলাইনে আবেদন করতে হবে বলে জানা গিয়েছে। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ডিজিলকারের মাধ্যমে তথ্য যাচাই করা হবে। https://www.vidyalakshmi.co.in– এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।