AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court on SIR: ‘কমিশনকে কাজ করতে দিন’, SIR নিয়ে তৃণমূলের মামলায় স্পষ্ট বলল সুপ্রিম কোর্ট

Supreme Court on SIR: এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছেন তৃণমূলের দুই সাংসদ মালা রায় ও দোলা সেন। সেই মামলায় সওয়াল করতে গিয়ে কপিল সিব্বল এদিন বলেন, "বিভিন্ন জায়গায় এই সময় বৃষ্টি হয়, চাষ আবাদের বিষয় থাকে, ক্রিসমাস থাকে। তাই SIR-এর সময়সীমা বৃদ্ধি করা হোক।"

Supreme Court on SIR: 'কমিশনকে কাজ করতে দিন', SIR নিয়ে তৃণমূলের মামলায় স্পষ্ট বলল সুপ্রিম কোর্ট
এসআইআর মামলাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 11, 2025 | 4:04 PM
Share

নয়া দিল্লি: কমিশনের পক্ষে সওয়াল সুপ্রিম কোর্টের। তৃণমূলের করা এসআইআর সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত জানাল, কমিশনকে কাজ করতে দিতে হবে। এই মামলায় নোটিসও ইস্যু করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পন্ডিচেরী সহ যে সমস্ত রাজ্যে বর্তমানে এসআইআর চলছে, সেই রাজ্যগুলিকে এই নোটিস ইস্যু করেছে সুপ্রিম কোর্ট।

এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছেন তৃণমূলের দুই সাংসদ মালা রায় ও দোলা সেন। সেই মামলায় সওয়াল করতে গিয়ে কপিল সিব্বল এদিন বলেন, “বিভিন্ন জায়গায় এই সময় বৃষ্টি হয়, চাষ আবাদের বিষয় থাকে, ক্রিসমাস থাকে। তাই SIR-এর সময়সীমা বৃদ্ধি করা হোক।” পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করে আইনজীবী আরও বলেন, “পশ্চিমবঙ্গের অবস্থা তো আরও খারাপ। গ্রামাঞ্চলে কোনও ৪জি নেই, ৫জি নেই, ইন্টারনেট ভাল নয়।”

এ কথা শুনে বিচারপতি সূর্য কান্ত বলেন, “আপনারা এমন করে বলছেন যেন এদেশে কোনওদিন ভোটার তালিকা সংশোধনের কাজ হয়নি।” সুপ্রিম কোর্ট আরও বলে, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। তাদের কাজ করতে দিন। ভুল ত্রুটি থাকলে জানান, কমিশন নিশ্চই সংশোধন করে নেবে।” সেই সঙ্গে শীর্ষ আদালত বলে দিয়েছে, এসআইআর নিয়ে কোনও রাজ্যের হাইকোর্টে কোনও মামলা হলে সেই মামলায় যেন স্থিতাবস্থা বজায় রাখা হয় বা সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়। আগামী ২৬ নভেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে।

বিগত এক সপ্তাহ ধরে এসআইআর চলছে বাংলায়। বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন বিএলও-রা। তৃণমূল বারবার বলেছে, এসআইআর নিয়ে কোনও অসন্তোষ নেই, তবে পুরো প্রক্রিয়া নিয়ে আপত্তি আছে। আর তা নিয়েই মামলা। তৃণমূলের মতে, বেশি তাড়াহুড়ো করতে গিয়ে এসআইআরে ভুল হচ্ছে।