Supreme Court On R G Kar: আজ দুপুর ৩টেয় সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি
Supreme Court On R G Kar: প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়ে দেয়, বুধবার সবার আগে এই মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি আজ।
সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি
Image Credit source: TV9 Bangla
LIVE NEWS & UPDATES
-
06 Nov 2024 12:04 PM (IST)
দুপুর ৩টেয় শুনানি
সুপ্রিম কোর্টে প্রথমেই আরজি কর মামলার শুনানি ছিল। কিন্তু তা পিছিয়ে যায়। ৩৪ নম্বর তালিকাভুক্ত হয়েছে আরজি কর মামলাটি। বুধবারই দুপুর তিনটের সময়ে আরজি কর মামলার শুনানি হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
-
06 Nov 2024 10:54 AM (IST)
বসল প্রধান বিচারপতির বেঞ্চ
পৌনে ১১টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বসল। কিছু পরেই এই বেঞ্চে শুরু হবে আরজি কর মামলার শুনানি। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শুনানি।
-
-
06 Nov 2024 10:09 AM (IST)
সিভিক নিয়োগ নিয়ে হলফনামা জমা দিয়েছে রাজ্য
- ইতিমধ্যেই সিভিক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে রাজ্য। সিভিক নিয়োগে কমিটি রয়েছে, সেটাই হলফনামায় জানিয়েছে রাজ্য।
- সেই সংক্রান্ত প্রত্যেকটি বিষয় এদিন হলফনামায় রাজ্য সুপ্রিম কোর্টকে জানায়। রাজ্যের তরফে বলা হয়, সিভিক নিয়োগে রয়েছে কমিটি।
- কমিশনারেট এলাকায় সেই কমিটির প্রধান পুলিশ কমিশনার। জেলাস্তরে কমিটির চেয়ারম্যান পুলিশ সুপার।
- পাশাপাশি রাজ্য স্তরে ডিজি, আইজিপি’কে শীর্ষে রেখে রয়েছে অ্যাপেক্স কমিটি।
নয়া দিল্লি: আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়ে দেয়, বুধবার সবার আগে এই মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি আজ।