Supreme Court: পার্থ চট্টোপাধ্যায়ের নতুন আবেদন শুনেই সিবিআই-কে নোটিস দিল সুপ্রিম কোর্ট

Jyotirmoy Karmokar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 21, 2025 | 12:42 PM

Partha Chatterjee: ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। তারপর নিয়োগ মামলায় অনেকেই ধরা পড়েছেন, অনেকে ছাড়াও পেয়ে গিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় এখনও জেলেই আছেন।

Supreme Court: পার্থ চট্টোপাধ্যায়ের নতুন আবেদন শুনেই সিবিআই-কে নোটিস দিল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টে আবেদন পার্থর
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: আবেদনের পর আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। এখনও জেলেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একের পর এক মামলায় জড়িয়ে পড়েছেন তিনি, ফলে তাঁর জামিন ক্রমশ কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন পার্থ। এবার নতুন করে মামলা থেকে অব্যাহতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আজ, শুক্রবার ছিল সেই মামলার শুনানি।

ইডি-র মামলায় এর আগেই পার্থকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ১ ফেব্রুয়ারি (২০২৫)-এর মধ্যে পার্থকে জামিন দিতে হবে। তার আগে সব গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। সেই নির্দেশ কার্যকর হলেও মামলায় জেলেই থাকতে হচ্ছে পার্থকে। সিবিআই-এর মামলা ছাড়াও ইডি-র আরও একাধিক মামলায় জেল হেফাজতে রয়েছেন তিনি।

প্রাক্তন শিক্ষামন্ত্রী সেই সিবিআই-এর মামলাকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে নতুন আবেদন জানিয়েছেন। এদিন, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিং- এর এজলাসে ছিল সেই মামলার শুনানি। আবেদন শুনে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআই-কে নোটিস দিয়েছে। কেন পার্থকে হেফাজতে রাখা হয়েছে, তা জানাবে সিবিআই। আগামী ২০ মার্চ এই মামলার শুনানি রয়েছে।