INDIA নামের বিরোধিতা করে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টের
বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে সরাতে জোট বেধেছে বিরোধী দলগুলি। সেই জোটের নাম নিয়ে আপত্তি উঠেছে বিস্তর। কিন্তু তাতে আমল দিতে রাজি নন বিরোধী নেতারা।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে ক্ষমতা থেকে সরাতে তৎপর দেশের বিরোধী দলগুলি। সেই লক্ষ্যে বিরোধী জোট গড়া হয়েছে। কংগ্রেস, তৃণমূল, এনসিপি, শিবসেনা (উদ্ধব), আরজেডি, জেডিইউ, সমাজবাদী পার্টি, সিপিএম-সহ প্রায় ২৬টি দল রয়েছে সেই জোটে। গত মাসে বেঙ্গালুরুর বৈঠকে সেই জোটের নাম দেওয়া হয় ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া। এই নামকরণ নিয়ে বিরোধিতাও হয়েছে বিস্তর। এই নামের বিরোধিতা করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল দেশের শীর্ষ আদালতে। কিন্তু মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে সরাতে জোট বেধেছে বিরোধী দলগুলি। সেই জোটের নাম নিয়ে আপত্তি উঠেছে বিস্তর। কিন্তু তাতে আমল দিতে রাজি নন বিরোধী নেতারা। জোটের নাম ইন্ডিয়া রাখার বিরোধিতা করে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, শুধুমাত্র প্রচারের জন্যই এ ধরনের PIL ফাইল করা হয়েছে।
প্রসঙ্গত, বিরোধী জোটের এই নাম নিয়ে লোকসভায় ভাষণ দিতে গিয়ে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, “ইন্ডিয়াকে ভাগ করেছে বিরোধীদের এই জোট। তাইতো I.N.D.I.A হয়েছে।” স্বার্থের কারণেই এই জোট বলে আক্রমণ করেছেন তিনি।