Supreme Court: ইডির ক্ষমতাকে চ্যালেঞ্জ, ছাঁটবে কি ডানা? বুধবার ‘সুপ্রিম’ রায়ের অপেক্ষায় গোটা দেশ

PMLA : আর্থিক দুর্নীতি দমন আইনের বিধান এবং এই আইনের আওতায় কাউকে গ্রেফতার করা ও তদন্ত করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বেশ কিছু পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্ট। সেই সব পিটিশনগুলির শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামিকাল (বুধবার) তার রায় ঘোষণা করবে হাইকোর্ট।

Supreme Court: ইডির ক্ষমতাকে চ্যালেঞ্জ, ছাঁটবে কি ডানা? বুধবার 'সুপ্রিম' রায়ের অপেক্ষায় গোটা দেশ
কী রায় দেবে আদালত?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2022 | 11:14 PM

নয়া দিল্লি : বুধবার সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে এক গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আর্থিক দুর্নীতি দমন আইনের (Prevention of Money Laundering Act) বিধান এবং এই আইনের আওতায় কাউকে গ্রেফতার করা ও তদন্ত করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বেশ কিছু পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্ট। সেই সব পিটিশনগুলির শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামিকাল (বুধবার) তার রায় ঘোষণা (Judgment) করবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বুধবার কী রায় দিচ্ছে, তার উপর অনেকাংশেই নির্ভর করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আগামী দিনের তদন্তের প্রক্রিয়া।

আর্থিক দুর্নীতি দমন আইনের বিভিন্ন দিকগুলি নিয়ে প্রায় শতাধিক মামলা জমা পড়ছিল। সেই সব মামলাগুলিকে একত্রিত করে সুপ্রিম কোর্টে শুনানি হয়েছিল। মামলাকারীদের যুক্তি ছিল, এই আইনের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাকে অভিযুক্তদের গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত, জোর করে স্বীকারোক্তি করানোর মতো অনিয়ন্ত্রিত ক্ষমতা দিয়েছে। প্রসঙ্গত, আর্থিক দুর্নীতি দমন আইনের সংশোধনীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে গ্রেফতার করার যে অধিকার দেওয়া হয়েছে তা আগে ছিল না। প্রসঙ্গত এই সংশোধনী এনডিএ সরকার ক্ষমতায় আসার আগেই আনা হয়েছিল।

উল্লেখ্য, সাম্প্রতিক কালে দিল্লিতে গান্ধী পরিবারের সদস্যদের ইডির জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গেও আবার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। এই পরিস্থিতিতে আগামী দিনে ইডির তদন্ত প্রক্রিয়া কেমন হবে, সেই বিষয়ে সুপ্রিম কোর্টের এই রায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এক প্রভাব ফেলবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। যদিও সরাসরি আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষমতা বিচার ব্যবস্থার হাতে নেই। বিচার ব্যবস্থা যেমন নির্দেশ দেবে, পরবর্তী সময়ে সংসদে সেই মতো বিল পাশ করিয়ে আইনের সংশোধন বা কোনও আইন প্রণয়ন করা যেতে পারে। অর্থাৎ, আইনের ক্ষেত্রে যদি কোনও সংশোধনী আনতে হয়, তা সংসদের মাধ্যমেই করাতে হবে।