Supreme Court on RG Kar: কলকাতা হাইকোর্টকে আরজি কর মামলা ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট
Kolkata: গত বছর (২০২৪) আরজি কর হাসপাতালের ভিতর এক তরুণী চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। ইতিমধ্যেই সেই ঘটনায় যাবজ্জীবনের সাজা পেয়েছে সঞ্জয় রাই। তবে তিলোত্তমার মা-বাবার দাবি, একা সঞ্জয় নয়, এই ঘটনায় যুক্ত রয়েছে আরও অনেকেই।

নয়া দিল্লি: আরজি কর (RG Kar) মামলা এবার থেকে শুনবে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত এই মামলা ফিরিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্টে যাবতীয় নির্দেশ মানা হচ্ছে কি না তা এবার থেকে তত্ত্বাবধান করবে কলকাতা হাইকোর্ট। সিবিআই-কে নতুন করে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট। তদন্ত কোন পর্যায়ে তা জানাতে হবে নির্যাতিতার পরিবারকে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে, আরজি কর সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টের কোনও একটি ডিভিশন বেঞ্চে শুনানি করতে হবে।
গত বছর (২০২৪) আরজি কর হাসপাতালের ভিতর এক তরুণী চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। ইতিমধ্যেই সেই ঘটনায় যাবজ্জীবনের সাজা পেয়েছে সঞ্জয় রাই। তবে তিলোত্তমার মা-বাবার দাবি, একা সঞ্জয় নয়, এই ঘটনায় যুক্ত রয়েছে আরও অনেকেই। মঙ্গলবারও তদন্তকারী সংস্থা সিবিআই-কে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নির্যাতিতার বাবা।
তিনি বলেন, “শিয়ালদহ আদালতে যে সমস্ত সওয়াল-জবাব হয়, পরের দিন সেই মর্মে রায়ের কপি হাতে আসে, কিন্তু সিবিআই সেগুলিকে বরাবর পাত্তা দেয় না। হাইকোর্টে সাত মাস মামলার চলার পর তা ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে। মামলা গৃহীত হয়েছে। শুনানি শুরু হয়নি। শুরু হলে সিবিআইকে সব প্রশ্নের জবাব দিতে হবে।” নির্যাতিতা আরও বলেন, “এখানে অনেকেই জড়িত রয়েছে। ডিএনএ রিপোর্টে সেই বিষয়টি স্পষ্ট। একজন মহিলার ডিএনএ, সঙ্গে আরও ছয়টি পুরুষের ডিএনএ রয়েছে। আমরা জানি, তাঁরা কারা, কিন্তু সিবিআইকে তদন্ত করতে হবে।”
