AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: ‘এক জায়গায় যেন আর ছাড়া না হয়’, ৮ সপ্তাহের মধ্যে পথকুকুরদের সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

SC on Stray Dogs: তিন বিচারপতির বেঞ্চের তরফে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে পথকুকুরদের সরিয়ে নিয়ে যেতে এবং তাদের ডগ শেল্টারে রাখার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়। যে জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে যেন কোনওভাবেই আবার ছেড়ে না আসা হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।   

Supreme Court: 'এক জায়গায় যেন আর ছাড়া না হয়', ৮ সপ্তাহের মধ্যে পথকুকুরদের সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Nov 07, 2025 | 12:14 PM
Share

নয়া দিল্লি: পথ কুকুরদের (Stray Dogs) নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, খেলাধুলোর জায়গা ও রেলওয়ে স্টেশন থেকে পথকুকুরদের সরাতেই হবে। এই জায়গায় যে কুকুরদের বাস, তাদের ডগ শেল্টারে পাঠানো হবে।

আজ, শুক্রবার শীর্ষ আদালতের তরফে পথকুকুর মামলার শুনানিতে বলা হয়, সমস্ত গুরুত্বপূর্ণ স্থান থেকে পথকুকুরদের সরিয়ে ফেলতে হবে। হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেলস্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা থেকে আগামী ৮ সপ্তাহের মধ্যেই পথ কুকুরদের সরিয়ে ফেলতে হবে।

সুপ্রিম কোর্টে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে পথকুকুরদের কামড় নিয়ে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলছিল। সেই মামলাতেই তিন বিচারপতির বেঞ্চের তরফে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে পথকুকুরদের সরিয়ে নিয়ে যেতে এবং তাদের ডগ শেল্টারে রাখার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়। যে জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে যেন কোনওভাবেই আবার ছেড়ে না আসা হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ কতটা মানা হল, তা নিয়ে অ্য়ামিকাস ক্যুরির মাধ্যমে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী ১৩ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

সম্প্রতি রাজস্থান হাইকোর্ট হাইওয়ে, এক্সপ্রেসওয়ে থেকে গরু সরানোর নির্দেশ দিয়েছে। সরকারি আধিকারিক, পুরসভা এবং সড়ক ও পরিবহন কর্তৃপক্ষকে এই নির্দেশ অনুসরণ করতে বলা হয়েছিল।  এ দিন সুপ্রিম কোর্ট সেই মামলার প্রসঙ্গ টেনেও নির্দেশ দেয় যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও অন্যান্য রাস্তায় ঘুরে বেড়ানো গরুদের সরাতে হবে। তাদের নির্দিষ্ট শেল্টারে নিয়ে যেতে হবে। এছাড়াও সমস্ত জাতীয় সড়কের জন্য হেল্পলাইন নম্বর রাখতে হবে। হাইওয়ো পেট্রোলিং টিমও তৈরি করতে হবে। রাজ্যগুলির মুখ্যসচিবদের নিশ্চিত করতে হবে যে এই নির্দেশ মানা হচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসেই সুপ্রিম কোর্টের তরফে দিল্লি ও সংলগ্ন এনসিআর এলাকা থেকে সমস্ত পথকুকুরদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পথকুকুরদের জন্য নির্দিষ্ট ডগ শেল্টার তৈরি করতে বলা হয়েছিল। এই রায় নিয়ে দেশজুড়ে বিক্ষোভ-মিছিল হওয়ার পরে সুপ্রিম কোর্ট রায় সংশোধন করে পথকুকুরদের টিকাকরণ, নির্বীজকরণের পর তাদের ছেড়ে দেওয়ার নির্দেশ হয়। যে কুকুরগুলি র‌্যাবিসে আক্রান্ত বা হিংস্র আচরণ, তাদের আর ছাড়া হবে না। তাদের শেল্টারেই রাখা হবে।  পথকুকুরদের যত্রতত্র খাওয়ানো যাবে না, এ কথাও স্পষ্ট করে জানিয়ে দেয় শীর্ষ আদালত। পথকুকুরদের খাওয়ানোর জন্য নির্দিষ্ট স্থান তৈরি করতে বলা হয় পুরসভাকে। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে।