মুম্বই: দেখতে দেখতে কেটে গিয়েছে এক বছর, আগামী মাসেই বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত(Sushant Singh Rajput)-র মৃত্যুর এক বছর পূর্ণ হবে। তারই আগে ঘটনায় এল নাটকীয় মোড়। প্রেমিকা রিয়া ও তাঁর ভাই সৌভিকের পর এ বার মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো(Narcotics Control Bureau)-র হাতে গ্রেফতার হলেন সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থ পিঠানি (Siddharth Pithani)। আজই তাঁকে আদালতে তোলা হবে।
গত বছর ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেইদিন ওই ফ্ল্যাটে যে চারজন উপস্থিত ছিলেন, তার মধ্যে সিদ্ধার্থও ছিলেন। এরপরই মুম্বই পুলিশ, সিবিআই ও এনসিবি একাধিকবার জেরা করে। এ দিন সকালে এনসিবির আধিকারিকরা তাঁকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্তের মৃত্যুর এক বছর আগে থেকেই একই ফ্ল্যাটে থাকতেন আইটি ফার্মে কর্মরত সিদ্ধার্থ। অভিনয় জগতের সঙ্গে সরাসরি সংযোগ না থাকলেও দুই বন্ধুকে একসঙ্গে বহু পার্টিতেও দেখা গিয়েছে। সুশান্ত ভালবেসে তাঁকে “বুডঢা” বলে ডাকতেন। তবে সুশান্তের মৃত্যুর পর প্রথমে মাদক সেবনের বিষয়টি সম্পূর্ণ আড়াল করে যান সিদ্ধার্থ।
সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাটে অভিনেতার জন্য মাদক কেনার উল্লেখ মিলতেই তদন্তে নামে এনসিবি। একাধিকবার জেরার পর সুশান্তকে মাদক সেবনে সাহায্য ও বাড়িতে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করা হয় রিয়া ও তার ভাই সৌভিককে। দীপিকা পাডুকোন, শ্রদ্ধা কপূর, অর্জুন রামপাল, রকুলপ্রীত, সহ একাধিক বলি তারকাকেও মাদককাণ্ডে জেরা করা হয়।
অন্যদিকে, সুশান্তের মৃত্য়ু আত্মহত্যা না খুন, তা নিয়েও রহস্য তৈরি হয়েছিল। তবে উপযুক্ত প্রমাণ না মেলায় গত বছরের ৩ অক্টোবর অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সের প্যানেলের তরফে খুনের যুক্তি উড়িয়ে দেওয়া হয় এবং সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলেই আখ্যা দেওয়া হয়। এখনও সিবিআই, ইডি ও এনসিবি সুশান্ত সিংয়ের মৃত্যু রহস্য নিয়ে তদন্ত করছে।
আরও পড়ুন: ট্রোল সহ্য করতে না পেরে ক্যারি মিনাতিকে কড়া ভাষায় টুইট রাহুল বৈদ্যর