গুয়াহাটি: তিন মাসের মধ্যে আবারও বড়সড় ধাক্কা অসম কংগ্রেসে। দল ছাড়লেন আরও এক বিধায়ক। দু’বারের বিধায়ক সুশান্ত বোরগোহেঁ শুক্রবারই দলের প্রাথমিক সদস্যপদ ছাড়েন। জোরহাটের থোওরা (Thowra Constituency) বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত ভূপেন বোরাকে তাঁর ইস্তফাপত্র ইমেল মারফৎ পাঠিয়েছেন।
সূত্রের খবর, ৪৭ বছর বয়সী সুশান্ত বোরগোহেঁ আগামী ১ অগস্টই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারেন। দলের বেশ কিছু অভ্যন্তরীন বদলে তিনি সহমত নন। সে কারণেই এই ইস্তফাপর্ব বলে দাবি সূত্রের। অসমে বিজেপি সরকার মসনদে বসার পর প্রথমেই কংগ্রেসের হাত ছেড়েছিলেন চারবারের বিধায়ক রূপজ্যোতি কুরমি। গত ১৮ জুন ইস্তফাপত্র জমা দেন রূপজ্যোতি। ২১ জুন যোগ দেন বিজেপিতে। ১ অগস্ট হাতে পদ্ম তুলে নিতে পারেন বোরগোহেঁ। তাঁর সঙ্গে আরও ২-৩ জন বিরোধী বিধায়কও দল ছাড়তে পারেন বলে জোর জল্পনা।
Congress MLA Sushanta Borgohain, who won from the Thowra seat in upper Assam has resigned from the primary membership of the party.
(Pic source: Assam Assembly website) pic.twitter.com/M6otKjsZxp
— ANI (@ANI) July 30, 2021
২০১১ সালে প্রথমবার বিধায়ক হয়েছিলেন সুশান্ত বোরগোহেঁ। যদিও কংগ্রেসের সঙ্গে তাঁর আরও আগে থেকে সম্পর্ক। ২০১১ সালে শিবসাগর জেলার থোওরা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন। ২০১৬ সালেও এই কেন্দ্রেই ভোটে দাঁড়ান। তবে সে বার জিততে পারেননি। ফের ২০২১ সালে একই কেন্দ্র থেকে কংগ্রেস তাঁকে প্রার্থী করে। বিজেপির প্রার্থী কুশল দোওয়ারিকে ২ হাজারের বেশি ভোটে হারিয়ে জয়ী হন। ১২৬ আসনের অসম বিধানসভায় বিজেপি ৬০টি আসনে জেতে। কংগ্রেস পেয়েছিল ২৬টি আসন। অসম গণ পরিষদের সমর্থন নিয়ে হিমন্ত বিশ্বশর্মা সরকার গড়েন। আরও পড়ুন: লাগাতার বৃষ্টিতে ভয়াবহ ধস! চোখের সামনে জাতীয় সড়ক তলিয়ে গেল খাদের গহ্বরে