Swiggy delivery Boy Arrested: ২০০ টাকা ফি দিয়ে রোগী সেজে চেম্বারে ঢুকে লুঠ, যাওয়ার আগে লিখে গেলেন ‘সরি’

Swiggy delivery Boy: সম্প্রতি সোনকার পৌঁছন চিকিৎসক মন্দাকিনী পিরানকরের চেম্বারে। বছর সত্তরের বৃদ্ধা চিকিৎসক প্রায় ২৫ বছর ধরে তাঁরই আর এক মহিলা চিকিৎসক বন্ধুর সঙ্গে ওই চেম্বারটি চালাচ্ছিলেন। ঘটনার দিন রোগী সেজে মন্দাকিনীর চেম্বারে পৌঁছন অর্জুন।

Swiggy delivery Boy Arrested: ২০০ টাকা ফি দিয়ে রোগী সেজে চেম্বারে ঢুকে লুঠ, যাওয়ার আগে লিখে গেলেন 'সরি'
প্রতীকী ছবিImage Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2023 | 1:01 PM

মুম্বই: চেম্বারে ঢুকে নিজেকে অসুস্থ বলেছিলেন সুইগির ডেলিভারি বয়। সেই মতো মহিলা চিকিৎসকের তাঁর স্বাস্থ্য পরীক্ষাও করেছিলেন। কিন্তু এর পিছনে যে এমন বদ মতলব রয়েছে তা হয়ত ঠাউর করতে পারেননি ওই চিকিৎসক। রোগী সেজে ঢুকে ওই ডাক্তারের গলায় ছুরি রেখে তাঁর সর্বস্ব লুঠ। শুধু তাই নয়, যাওয়ার আগে আবার ‘সরি’ বলে গেলেন অভিযুক্ত। গ্রেফতার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। অভিযুক্ত যুবকের নাম অর্জুন সোনকার (২৩)। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা। মে মাস থেকে ওই যুবক সুইগির ডেলিভারি বয়ের কাজ করছিলেন।

সম্প্রতি সোনকার পৌঁছন চিকিৎসক মন্দাকিনী পিরানকরের চেম্বারে। বছর সত্তরের বৃদ্ধা চিকিৎসক প্রায় ২৫ বছর ধরে তাঁরই আর এক মহিলা চিকিৎসক বন্ধুর সঙ্গে ওই চেম্বারটি চালাচ্ছিলেন। ঘটনার দিন রোগী সেজে মন্দাকিনীর চেম্বারে পৌঁছন অর্জুন। তবে নিজের আসল পরিচয় লুকিয়ে অভিনব পাসওয়ান নাম নিয়ে ডাক্তারখানায় ঢোকেন। জানান, যে তিনি অসুস্থ। শুধু তাই নয়, ফি বাবদ চিকিৎসককে দু’শো টাকাও দেন। এরপর বাইরে বেরিয়ে যান।

কিন্তু বেরিয়ে যাওয়ার পর সেকেন্ডের মধ্যে ছুরি হাতে ফের চেম্বারে ঢোকেন অভিযুক্ত। বৃদ্ধা চিকিৎসকের গলার নলির কাছে ছুরি ধরে প্রায় ১ লক্ষ টাকার সোনার চেন ও লকেট ছিনিয়ে নেয়। এরপর ধাক্কা মেরে তাঁকে ফেলে দিয়ে পালিয়ে যায়। তবে যাওয়ার আগে ডায়রির মধ্যে সরি লিখে যায় অভিযুক্ত।

পুলিশের অনুমান, অভিযুক্ত ইচ্ছা করেই সরি লিখে মানসিকভাবে ব্ল্যাকমেলের চেষ্টা করেছেন বৃদ্ধাকে। যাতে সরি লেখা দেখে তিনি থানায় অভিযোগ না করেন। অভিযুক্তের কাছ থেকে ইতিমধ্যে ১৬ হাজার টাকা, ছুরি ও সুইগির টি-শার্ট উদ্ধার করেছে পুলিশ।