চেন্নাই: বলিউডের পর এবার রাজনীতিতেও অভিযোগ নেপোটিজ়মের। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথমবার প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন ডিএমকে(DMK) নেতা এমকে স্তালিন(MK Stalin)-র ছেলে উদয়নিধি স্তালিন(Udhayanidhi Stalin)। নির্বাচনে উদয়নিধির আত্মপ্রকাশের ঘোষণা করতেই তীর্যক মন্তব্য করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী(E Palaniswami)। তাঁর দাবি, রাজনীতিতেও পরিবারতান্ত্রিক প্রথা আনছে ডিএমকে। এর জবাবেই আজ “জুনিয়র স্তালিন” বললেন, “আমি করুণানিধির নাতি ও এমকে স্তালিনের ছেলে হিসাবে গর্বিত”।
আগামী ৬ এপ্রিল তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। শাসক দল এআইএডিএমকে-র সঙ্গে জোট বেঁধেছে কেন্দ্রের শাসকদল বিজেপি। অন্যদিকে বিরোধীদল ডিএমকে-র সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস। সম্প্রতি বিরোধী দলের তরফে প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা যায়, চিপক-তিরুভল্লিকেনী আসন থেকে লড়বেন স্তালিন পুত্র উদয়নিধি।
আরও পড়ুন: ‘বোনের ওপর হামলার চেষ্টা চলছে, জিতবে মমতাই’, ভবিষ্যদ্বাণী পাওয়ারের
ডিএমকে-র প্রার্থীতালিকা ঘোষণা করার পরই সমালোচনায় সরব হন এআইএডিএমকে-র প্রধান পালানিস্বামী। ভাজ়াপদি জেলায় একটি নির্বাচনী প্রচারসভায় গিয়ে তিনি বলেন, “ডিএমকে প্রধান এমকে স্তালিন নিজেই বলেছিলেন যে তাঁর পরিবারের কেউ রাজনীতিতে প্রবেশ করবে না। এখন নিজেই ছেলেকে প্রার্থী হিসাবে দাঁড় করাচ্ছেন। রাজনীতিতেও সাম্রাজ্যবাদ চালাচ্ছেন তাঁরা। এই সাম্রাজ্যবাদী সংস্কৃতি ভাঙতে চাইলে দয়া করে ডিএমকে প্রার্থীদের ভোট দেবেন না।”
মুখ্যমন্ত্রীর এই সমালোচনার জবাবে উদয়নিধি বলেন, “আমি কোনও পরিবারতন্ত্রের অংশ নই। আমি গর্বিত যে করুণানিধি আমার ঠাকুর্দা, এমকে স্তালিন আমার বাবা। এতে লজ্জিত হওয়ার কিছু নেই। রাজনীতিতে স্বেচ্ছায় এসেছি আমি।” বিজেপির সঙ্গে জোট বাঁধা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, “নিজের ক্ষমতাই যদি জয়ী হয়, তবে এআইএডিএমকে-র জবাব দেওয়া উচিত যে তারা কেন বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছে?”
আরও পড়ুন: উদ্ধবের রাজ্য থেকে এলেই এক সপ্তাহ থাকতে হবে কোয়ারান্টিনে, নয়া নির্দেশিকা শিবরাজ্যে