চেন্নাই: প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির ৯৭ তম জন্মবার্ষিকীতে তামিলনাড়ু সরকারের তরফে রাজ্যবাসীর কল্যাণে ঘোষণা করা হল একাধিক প্রকল্প।
বৃহস্পতিবার মেরিনা সমুদ্রতীরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিতে মাল্যদান করেন তাঁর ছেলে তথা বর্তমান মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রী ও ডিএমকে-র কর্মী-সমর্থকরা। সেখানেই একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করা হয়।
তামিলনাড়ু সরকারের তরফে জানানো হয়, এ বার থেকে শহরাঞ্চলে সমস্ত সরকারি বাসে বিশেষ চাহিদা সম্পন্ন ও রূপান্তরকামীরা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। চেন্নাইয়ে আরও একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার ঘোষণাও করা হয় করুণানিধির জন্মবার্ষিকী অনুষ্ঠানে। কিং ইন্সটিটিউট অব প্রিভেনটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ সেন্টার চত্বরেই ২৫০ কোটি টাকা খরচ করে ৫০০ শয্যার এই সুপার স্পেশালিটি হাসপাতালটি তৈরি করা হবে বলে জানানো হয়।
এর পাশাপাশি তামিলনাড়ুতে সাহিত্য চর্চার উপর জোর দিতে রাজ্যে পুরস্কারপ্রাপ্ত বা জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত সমস্ত লেখকদের জন্য বাড়ি তৈরির ঘোষণাও করা হয়। এছাড়া তামিল সাহিত্য নিয়ে লেখার জন্য রাজ্য সরকারের তরফে নতুন একটি পুরস্কারের ঘোষণাও করা হয়। করুণানিধির স্মৃতিতে মাদুরাইতে একটি আধুনিক পাঠাগার তৈরির ঘোষণাও করা হয়।
তিরুভারুরের কৃষকদের উৎপাদিত ফসল মজুত রাখতে ৩০ কোটি টাকা খরচে একটি ওয়্যারহাউস তৈরি করা হবে বলেও জানানো হয় রাজ্য সরকারের তরফে।
আপাতত করোনা সংক্রমণের কারণে ৭ জুন অবধি রাজ্যজুড়ে লকডাউন জারি রয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই উন্নয়নমূলক কাজগুলি শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।