চেন্নাইয়ে রাস্তাঘাটে চলছে স্যানিচাইজেশনের কাজ। ছবি:PTI
চেন্নাই: বিধিনিষেধে আরও কিছুটা শিথিল হলেও এখনই লকডাউন (Lockdown) উঠছে না তামিলনাড়ু(Tamil Nadu)-তে। শুক্রবার রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়, আগামী ১২ জুলাই অবধি রাজ্যে লকডাউন জারি থাকবে। তবে একাধিক বিধিনিষেধে ছাড় দেওয়া হয়েছে।
রাজ্যের করোনা পরিস্থিতি ভালভাবে অনুধাবন করতে ৩৮টি জেলাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম শ্রেণিতে রয়েছে এমন ১১টি জেলা, যা সংক্রমণের হটস্পট হয়ে উঠেছে, দ্বিতীয় শ্রেণিতে তুলনামূলকভাবে কম সংক্রমণযুক্ত ২৩টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। চেন্নাই সহ যে চারটি জেলা সংক্রমণ নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা পালন করেছে, তাদের তৃতীয় শ্রেণিতে রাখা হয়েছে।
আগের দফা ঘোষণায় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি অন্তর্ভুক্ত জেলাগুলির বিধিনিষেধে কিছু ছাড় দেওয়া হয়েছিল। এ বার গোটা রাজ্যজুড়েই বিধিনিষেধ শিথিল করা হল।
বিধিনিষেধে ছাড় পেল কী কী?
- এ বার থেকে রেস্তরাঁয় বসে খাবারের অনুমতি দেওয়া হল। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে রেস্তরাঁগুলি পরিচালন করা যাবে।
- করোনাবিধি অনুসরণ করে হোটেল, লজ ও গেস্ট হাউসগুলিও খোলা যাবে।
- খুলে যাচ্ছে বিনোদন পার্কগুলিও। তবে এক্ষেত্রেও ৫০ শতাংশের সীমা বেঁধে দেওয়া হয়েছে। একইসঙ্গে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো করোনাবিধিগুলি অনুসরণ করা হচ্ছে কিনা, তার দিকেও বিশেষ নজর রাখতে বলা হয়েছে।
- আগে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি অন্তর্ভুক্ত জেলাগুলিতে জিম খোলার অনুমতি দেওয়া হয়েছিল। এ বার প্রতিটি জেলাতেই সেই অনুমতি দেওয়া হল।
- আইটি সেক্টরগুলি ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলার অনুমতি দেওয়া হয়েছে।
- অন্তঃ জেলা ও আন্তঃজেলা বাস পরিষেবা সচল হচ্ছে , তবে ৫০ শতাংশ যাত্রী সংখ্যা নিয়ে। বাসে ব্যবহার করা যাবে না এসি।
- আন্তঃরাজ্য যাতায়াতের জন্য ই-পাসের নিয়মও তুলে দেওয়া হল।
- ৫০ জন অতিথি নিয়ে বিয়ের অনুষ্ঠান ও শেষকৃত্যের অনুষ্ঠানে সর্বোচ্চ ২০ জনের উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে।
- গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫ হাজারের নীচে নামলেও আপাতত সুইমিং পুল, সিনেমা হল, বার, স্কুল, কলেজ ও চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: করোনাবিধি মেনেই ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন, বদলাচ্ছে বেশি কিছু নিয়মও