করোনাবিধি মেনেই ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন, বদলাচ্ছে বেশি কিছু নিয়মও
Monsoon session of Parliament: শুক্রবারই লোকসভা ও রাজ্যসভার তরফে বিবৃতি জারি করে অধিবেশন শুরুর ঘোষণা করা হয়।
নয়া দিল্লি: দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমতেই শুরু হতে চলেছে বাদল অধিবেশন (Monsoon Session of Parliament)। করোনাবিধি মেনেই আগামী ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, চলবে ১৩ অগস্ট অবধি।
শুক্রবারই লোকসভা ও রাজ্যসভার তরফে বিবৃতি জারি করে অধিবেশন শুরুর ঘোষণা করা হয়। ১৯ জুলাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু করা হবে। তবে করোনা সংক্রমণের ভয়ে এ বার সাংসদ-বিধায়কদের বসার অবস্থানে পরিবর্তন করা হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে দর্শক আসনেও তাদের বসানো হতে পারে বলে জল্পনা।
এখনও অবধি লোকসভার ৪৪৪ জন সদস্য ও রাজ্যসভার ২১৮ জন সদস্য করোনা টিকা পেয়েছেন। বেশ কয়েকজন সাংসদ করোনা আক্রান্ত হওয়ায় তাঁরা এখনও টিকা নিতে পারেননি। তাদের দ্রুত টিকাকরণ করানো যায় কিনা, তা নিয়েও আলোচনা চলছে বলে জানা গিয়েছে।
গতবছরের মার্চ মাসে দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই প্রতিটি অধিবেশনেই তার প্রভাব পড়েছে। গত বছরের বাদল অধিবেশন নির্ধারিত সময়ের বদলে সেপ্টেম্বরে শুরু হয়েছিল। একাধিক সাংসদ-বিধায়করা করোনা আক্রান্ত হওয়ায় তার মেয়াদ কমিয়ে দিতে হয়েছিল। এরপর শীতকালীন অধিবেশনও বাতিল হয়ে যায় সংক্রমণের কারণে। চলতি বছরে বাজেট অধিবেশন হলেও লোকসভার স্পিকার ওম বিড়লা করোনা আক্রান্ত হওয়ায় এবং পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য সাংসদদের ব্যস্ততায় নির্দিষ্ট সময়ের আগেই অধিবেশন শেষ করে দেওয়া হয়।
বাদল অধিবেশনের প্রস্তুতিতে গত ১৬ জুন পাবলিক অ্যাকাউন্ট কমিটি বৈঠকে বসে। এরপর ২৩ জুন শ্রমিকদের জন্য গঠিত সংসদীয় কমিটিও বৈঠকে বসে।
আরও পড়ুন: ৩ মাসেই তিরথ সিংয়ের মন্ত্রীত্বে ইতি, কে হবেন উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত আজই