IND vs ENG, Mohammed Shami: ইডেনেই সামির আন্তর্জাতিক কামব্যাক? স্কোয়াড ঘোষণা বোর্ডের
India vs England T20I Series: রঞ্জি ট্রফি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সামি। খেলেছেন ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলিতে। দুর্দান্ত পারফর্মও করেন। ফের চোটের কারণে বিজয় হাজারে ওয়ান ডে টুর্নামেন্টের শুরুতে পাওয়া যায়নি। পরের ম্যাচগুলিতে খেলানো হয়।
মহম্মদ সামির আন্তর্জাতিক কামব্যাক কি ইডেন গার্ডেন্সেই? এতদিন শুধুই প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তরও মিলল। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ রয়েছে ভারতের। সিরিজের প্রথম টি-টোয়েন্টি কলকাতার ইডেন গার্ডেন্সে। আপাতত টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। তাতে রয়েছেন মহম্মদ সামিও। ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে শেষ বার দেশের জার্সিতে খেলেছিলেন। এরপরই চোটের কারণে ছিটকে যান। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক হতে চলেছে মহম্মদ সামির।
প্রত্যাবর্তন নিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে সামিকে। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের পর ছিল নিউজিল্যান্ড সিরিজও। ফেরার কথা ছিল সামির। যদিও নতুন করে হাঁটুর চোট বেড়ে যাওয়ায় সামিকে ওয়েটিং লিস্টে থাকতে হয়েছিল। অধিনায়ক রোহিত শর্মাও জানিয়েছিলেন, নতুন করে চোটের কারণে তাঁকে অপেক্ষায় থাকতে হবে। রঞ্জি ট্রফি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সামি। খেলেছেন ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলিতে। দুর্দান্ত পারফর্মও করেন। ফের চোটের কারণে বিজয় হাজারে ওয়ান ডে টুর্নামেন্টের শুরুতে পাওয়া যায়নি। পরের ম্যাচগুলিতে খেলানো হয়।
চোটের জন্য বর্ডার-গাভাসকর ট্রফিতেও খেলা হয়নি। অবশেষে জাতীয় দলে প্রত্যাবর্তন হতে চলেছে। কিছুক্ষণ আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতে রয়েছেন মহম্মদ সামি।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্কোয়াড- সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ রেড্ডি, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ সামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল।
ঘোষিত ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড- জস বাটলার (ক্যাপ্টেন), রেহান আহমেদ, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।