৪ মাসেই তিরথ সিংয়ের মন্ত্রীত্বে ইতি, কে হবেন উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত আজই

Next CM of Uttarakhand: আগামী বছরই উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে অবধি রাজ্যের দায়িত্ব কে সামলাবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজই।

৪ মাসেই তিরথ সিংয়ের মন্ত্রীত্বে ইতি, কে হবেন উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত আজই
তিরথ সিং রাওয়াত। ছবি:PTI
Follow Us:
| Updated on: Jul 03, 2021 | 10:19 AM

দেহরাদুন: মাত্র চার মাস। তিরথ সিং রাওয়াত(Tirath Singh Rawat)-র মুখ্যমন্ত্রী পদের মেয়াদ ছিল এইটুকুই। বিধায়ক না হওয়ায় মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হল তাঁকে। সূত্র অনুযায়ী, শুক্রবারই তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা(JP Nadda)-র কাছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী তিবেন্দ্র সিং রাওয়াত(Trivendra Singh Rawat)-র বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ ওঠায় তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। গত ১০ মার্চ উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হন তিরথ সিং রাওয়াত। নিয়ম অনুযায়ী, যে কোনও মন্ত্রীর পদে বসার জন্যই বিধায়ক হওয়া প্রয়োজন। কিন্তু তিরথ সিং রাওয়াত বিধায়ক নন।

সংবিধানের শর্ত অনুয়ায়ী, মন্ত্রীত্বের দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে তাঁকে উপ নির্বাচনে জয়ী হতে হবে। ১০ সেপ্টেম্বর সেই ছয় মাসের মেয়াদ শেষ হবে। করোনা পরিস্থিতির জন্য উপ-নির্বাচন অনিশ্চিত হওয়ায় এবং একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে মেয়াদ শেষের আগেই মুখ্যমন্ত্রী পদ ছাড়লেন তিনি।

আগামী বছরই উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে অবধি রাজ্যের দায়িত্ব কে সামলাবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজই। সূত্র অনুযায়ী, দলের অন্দরে আপাতত দুটি নাম উঠে এসেছে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে, সতপাল মহারাজ ও ধন সিং রাওয়াত। চলতি বছরেই এদের দুজনকেই হারিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে গিয়েছিলেন তিরথ সিং রাওয়াত।

গতকালই বিজেপি নেতা মনভীর সিং চৌহান দলীয় বৈঠকের ঘোষণা করেন। আজ, ৩ জুলাই উত্তরাখণ্ডে বিজেপির সদর দফতরে মদন কৌশিকের নেতৃত্বে দুপুর তিনটে নাগাদ এই বৈঠক হবে। সেখানেই নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

অন্যদিকে, আজই উত্তরাখণ্ডের রাজ্যপাল বেবি রানি মৌর্য্যের সঙ্গে দেখা করে তাঁর হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেবেন তিরথ সিং রাওয়াত, এমনটাই খবর।

আরও পড়ুন: ১ কিলোমিটার রাস্তা চুরি হয়েছে, জমা পড়ল অভিযোগ